Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdur Rahim Sheli books

follower

আবদুর রহিম শেলী

আবদুর রহিম শেলী। জন্ম ১৯৫৭, ৩০ জুন। পাবনা জেলার সঞ্জয়পুর গ্রামে। পিতা মরহুম আবু তাহের, মাতা মরহুমা হাজেরা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। আশির দশকে সাহিত্যাঙ্গনে আত্মপ্রকাশ। পত্র-পত্রিকায় লিখে কবিতার অপ্নে পথ চলা। 'জনতার ভিড়ে নারী' কবিতাটি ছাপা অক্ষরে প্রথম প্রকাশ পায় পত্রিকার পাতায়। তারপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো সংগ্রহ করে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সাড়া পাওয়ায় কবিতাসহ গল্প, উপন্যাস ও গবেষণায় মনোনিবেশ। প্রতিটি বই পাঠকনন্দিত। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস- সাত রঙের মঙ্গল বৃষ্টি, রা নেই, তবুও একাত্তর (তথ্যভিত্তিক), হিমু এখন হেমায়েতপুর, একাত্তরের কালোমেঘ, অপূর্ণতা এবং একাত্তরের পরীমণি। বাংলার বিষাক্ত সাপ (কাব্যগ্রন্থ) এবং বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণামূলক অনন্য এক সৃষ্টি 'তবুও মুজিব হাসে'। যা পাঠক সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়। আত্মবিশ্বাসী এই লেখক নিজের পথ নিজেই রচনা করেন। লেখালেখির পাশাপাশি সম্মিলিত সামাজিক আন্দোলন, বঙ্গবন্ধু লেখক পরিষদসহ বিভিন্ন সৃজনশীল সংগঠনের সাথে জড়িত আছেন। ইতোপূর্বে কথাসাহিত্যের জন্য বরিশাল বিভাগ সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক 'স্বাধীনতা উৎসব সম্মাননা- ২০১১', বাংলাভিশন ফাউন্ডেশন কর্তৃক সনদপত্রসহ মহান স্বাধীনতা স্মৃতি সম্মাননা- ২০১১. কাব্যসাহিত্যে- গীতিকার ক্লাব ঢাকা সম্মাননা- ২০১১ এবং 'তবুও মুজিব হাসে' গ্রন্থের জন্য (গবেষণা) বাংলাদেশ ইউনাইটেড টেলিফিল্ম কর্তৃক বঙ্গবীর জেনারেল ওসমান স্মৃতিপদক-২০১৬ তে তাঁকে সম্মানিত করা হয়। তিনি বাংলা একাডেমির সদস্য। বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছেন। সাহিত্যচর্চা তার পেশা নয়, নেশা।

আবদুর রহিম শেলী এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed