"পঞ্চ রঙ্গ" বইয়ের সংক্ষিপ্ত কথা: যদিও নাট্যগ্রন্থটির নাম ‘পঞ্চরঙ্গ’– আভিধানিক অর্থ মেনে রঙ্গ শব্দটি ব্যবহার করা হয়নি। জগৎ সংসারের বিচিত্র রঙ্গ নিয়ে জীবনধারা প্রবাহিত হচ্ছে। এক একটি কাহিনি জীবনের ধারারঙ্গের প্রতিফলন। এই নাট্য-সংকলনের পাঁচটি নাটকের প্রথম নাটকটি রবীন্দ্রনাথের সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ। এটি নিশ্চয় হাস্যরসাত্মক নাটক নয়। বহুরঙ্গের একরঙ্গ-করুণ রস সম্বলিত। সম্পত্তি সমর্পণের গল্পাংশ যাবার প্রয়ােজন নেই। সর্বজনপঠিত একটি অসাধারণ গল্প। দ্বিতীয় নাটক শরৎচন্দ্রের ‘লালু’সিরিজের একটি অংশের নাটককরণ। শরৎচন্দ্রকে সঠিক জায়গায় রেখে নাটকটি রচনা করা হয়েছে। যেটুকু রদবদল করা হয়েছে তা নাটকের প্রয়ােজনেই। হাস্যরস পরিবেশনের সম্ভাবনা প্রচুর। তৃতীয় নাটক অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল’ অবলম্বনে। হাস্যরস সমৃদ্ধ। রূপকথার গল্প। অবনঠাকুরকে বিকৃত না করে তার কল্পনাকে আশ্রয় করে নাটকটি রচিত হয়েছে। চতুর্থ নাটক লীলা মজুমদারের ‘পদিপিসির বর্মিবাক্স’– যদিও এটি কিশাের উপযােগী একটি রােমাঞ্চকর আখ্যান। তবুও এটি যে কোনও বয়সের নাটকপ্রেমিকরা যাতে অভিনয় করতে পারেন, সেইভাবেই নাটক রচনা। পঞ্চম নাটক নারায়ণ দেবনাথের নন্টে ফন্টে কমিক্স সিরিজের দুটি চরিত্র। কমিকসের চরিত্রগুলিকে তাদের ক্রিয়াকলাপ বজায় রেখেই, হাস্যরসের সমতা বজায় রেখেই ছােটোদের উপযােগী করে নাটকটি লেখা হয়েছে। আশা করি ছােটাদের বিশেষ করে কিশােরদের কাছে নাটকটি সমাদৃত হবে। হাস্যরসের উপাদানও আছে প্রচুর। "পঞ্চ রঙ্গ" বইয়ের সূচি: পাঁচটি নাটকের সংকলন :
সম্পত্তি সমর্পণ লালু ক্ষীরের পুতুল পদিপিসির বর্মিবাক্স নন্টে আর ফন্টে
গৌতম রায় (জুন ১৯৩৯) স্কুল পড়ুয়া অবস্থা থেকেই একটা নেশা ঢুকে গিয়েছিল মাথার মধ্যে, নাটক দেখা। স্টার, রঙ্গমহল, শ্রীরঙ্গম (বিশ্বরূপা), মিনার্ভা প্রায় গোগ্রাসে গেলা। মাথার মধ্যে নাটুকে পোকাটা তখন থেকেই বিজবিজ করত। সেই আর্কষণ থেকেই নাটকে অভিনয় করা। স্কুল জীবন শেষ করার আগে থেকেই অভিনয় শুরু। কিন্তু আর এক নেশা, ছবি আঁকা। সেই টানেই ইন্টারমিডিয়েটের পর আর্ট কলেজ। কলেজ জীবন শেষ করেই নেমে পড়তে হল বাণিজ্যিক শিল্পে। রোজগারের ব্যবস্থায়। এটা সেটার পর পাকাপাকি ভাবে প্রচ্ছদ শিল্পের জগতে। ১৯৬২ থেকে ২০১২। এখনও প্রচ্ছদ আকাঁ চলছে। সহস্রাধিক প্রচ্ছদের রূপকার। তুলি ছাড়াও কলম চলতে শুরু করে নাট্য রচনা দিয়ে। শুধু নাটক রচনা নয় সঙ্গে চলে গল্প, উপন্যাস, মাঝে মাঝে কবিতাও। সামাজিক গল্প উপন্যাস ছাড়াও তাঁর বিশেষ ন্যাক ছিল রহস্যধর্মী কাহিনি রচনায়। সামাজিক গল্প উপন্যাসের চেয়েও এক সময় তিনি গোয়েন্দা গল্প আর উপন্যাস নিয়ে নিয়মিত লেখা শুরু করেন। এতাবৎকাল তাঁর প্রকাশিত উপন্যাসের সংখ্যা পঁচাত্তরেরও বেশি।