mega fest banner
bornomala bike

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Book Fair 2024 center banner image
A.B.M. Razaul Karim Faquire books

follower

এ.বি.এম. রেজাউল করিম ফকির

অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির ১৯৬৩ খ্রিষ্টাব্দের ৩১শে জুলাই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাস্থ রূপসী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানিজ ভাষা ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি বর্তমানে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (২০২১-২০২৩) ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যুগ্ন-পরিচালক (২০২১-২০২৩) পদে অধিষ্ঠিত রয়েছেন। তিনি বাংলাদেশের বাইরেও এশিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কর্মে নিয়োজিত রয়েছেন। তিনি পূর্বে জাপানের টোকিও বিদেশবিদ্যা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক (অক্টোবর ২০১৪-মার্চ ২০১৫) ও কোবে গাকুইন বিশ্ববিদ্যালয়ে অভ্যাগত অধ্যাপক (অক্টোবর ২০১৫-জানুয়ারি ২০১৬) হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি সম্প্রতি মালয়েশিয়াস্থ সুলতান ইদ্রিস পেনডিডিকান বিশ্ববিদ্যালয়ে (ডিসেম্বর ২০২৩-নভেম্বর ২০২৪) অভ্যাগত অধ্যাপক হিসাবে নিয়োগ লাভ করেছেন। তিনি পূর্বে জপানের কোবে গাকুইন বিশ্ববিদ্যালয় এবং জাপান রাষ্ট্রভাষা ও ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট (নিনজাল)-এ যথাক্রমে ৬ মাস (অক্টোবর ১৯৯৪-মার্চ ১৯৯৫) ও ১ বছর (অক্টোবর ২০১৩-সেপ্টেম্বর ২০১৪) অভ্যাগত গবেষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি তাঁর গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস কর্তৃক প্রদত্ত আইলা সলিডারিটি অ্যাওয়ার্ড-২০০৮ লাভ করেন। অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির একাধারে একজন শিক্ষক, গবেষক, প্রবন্ধকার এবং একজন ব্লগার ও কলাম লেখক। তাঁর গবেষণার আগ্রহের প্রসঙ্গগুলো হলো সাধারণ ভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান, নৃতাত্ত্বিক ভাষাবিজ্ঞান, ভাষা শিখন ও ভাষা আয়ত্ত্বকরণ, ভাষানীতি ও ভাষাপরিকল্পনা, ভাষা-সংসর্গ এবং দক্ষিণ এশিয়ার ভাষা-পরিস্থিতিতে ভাষা ও রাজনীতি। তাঁর রচিত গ্রন্থগুলি হলো: ১) Modality and Its Learner Variety in Japanese. Bern, Brussels, Frankfurt, New York and Oxford: Peter Lang AG, April 2012. ২) বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষাব্যবস্থার চালচিত্র ও সংস্কারের রূপরেখা, অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা, ফেব্রুয়ারি ২০১৭। ৩) ভাষা-সংসর্গ বিদ্যার নিরিখে বাংলা ভাষার সৃজন, ঋদ্ধায়ন ও অবনমন পরিক্রমা, সময় প্রকাশন, ঢাকা, ফেব্রুয়ারি ২০২২। ৪) বিদেশি ভাষা শিক্ষা ও ভাষা ইনস্টিটিউট, পুথিপ্রকাশ, ঢাকা, নভেম্বর ২০২৩। ৫) ভাষিক রাজনীতি ও ভাষা-পরিস্থিতি: প্রেক্ষাপট বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ডিসেম্বর ২০২৩। তিনি দেশে ১টি বিদেশি ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ব্যাপৃত রয়েছেন।

এ.বি.এম. রেজাউল করিম ফকির এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed