mega fest banner
bornomala bike

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Book Fair 2024 center banner image
L. Cornel (Re.) M A Hamid PSC books

followers

লে. কর্ণেল (অব:) এম এ হামিদ পিএসসি

L. Cornel (Re.) M A Hamid PSC ১৯৩২ সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে কাবল মিলিটারী একাডেমীতে ক্যাডেট হিসেবে যােগদান করেন। ১৯৫৫ সালে একাডেমী থেকে কমিশন লাভ করেন। তৎকালীন ১৪ পাঞ্জাব রেজিমেন্ট সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যােগদান করেন। পরবর্তীকালে ১৯৩৬ সালে তিনি ৩য় ইষ্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি চাকুরিজীবণে পাকিস্তান সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পেশােয়ারে পাকিস্তানী ক্যাম্পে অন্তরীন হন। সেখান থেকে ১৯৭২ সালে তিনিও সপরিবারে পলায়ন করেন। ঐ বছরই সেপ্টেম্বর মাসে ঢাকা পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীতে মিলিটারী সেক্রেটারী হিসেবে যােগদান করেন। তার পলায়নের উপর ভিত্তি করে তিনি পাকিস্তান। থেকে পলায়ন’ নামে একখানি গ্রন্থ রচনা করেন। তিনি ঢাকা স্টেশন কমান্ডার থাকাকালীন সময়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর ও ৭ই নভেম্বর এই তিনটি ঐতিহাসিক সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। অভ্যুত্থানের পরপরই তিনি ঢাকার লগ এরিয়া কমান্ডার পদে অধিষ্ঠিত হন। কিন্তু মাত্র তিন মাস পর সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে মতানৈক্য হওয়ায় তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি বিভিন্ন জাতীয় ক্রিড়া সংগঠন ও খেলাধুলার সাথে জড়িত ছিলেন। ১৯৮৯ সালে প্রেসিডেন্ট জিয়া তাকে ক্রিড়া নিয়ন্ত্রন বাের্ডের ভাইস-চেয়ারম্যান নিযুক্ত করেন। ১৯৮৮ সালে প্রেসিডেন্ট এরশাদ এসে তাকে অব্যাহতি দেন।

লে. কর্ণেল (অব:) এম এ হামিদ পিএসসি এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed