Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Tanvir Hasan Biplob books

followers

তানভীর হাসান বিপ্লব

সম্পাদক, কবি ও শিশুসাহিত্যিক। ২৮ শে ডিসেম্বর লক্ষীপুর জেলার, চন্দ্রগঞ্জ থানার অন্তগর্ত- হাজিরপাড়া ইউনিয়নে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : আবুল কাশেম। মাতা : হাছিনা বেগম। গ্রামেরই আলো-বাতাসে বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্যানুরাগী। পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যাবসা। বর্তমানে চট্টগ্রাম শহরেই ২০০৭ সাল থেকে নিজের ব্যাবসা-প্রতিষ্ঠানগুলো দেখাশোনা, চট্টগ্রামে মাসিক পত্রিকা ‘দৈনিক চট্টগ্রাম সমাচার’-এর সহযোগী সম্পাদক, ‘ইদানীং সাহিত্যচর্চা’ চট্টগ্রামকেন্দ্রের সহসভাপতি, হিলফুল ফুযুল সাহিত্য কানন - হিফুসাকা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও শিশুসাহিত্য সংগঠন ‘চাঁদের মেলা’র সহ-সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রামের শীর্ষস্থানীয় প্রকাশনা অক্ষরবৃত্ত প্রকাশনের মুখপত্র সাহিত্যের ছোটকাগজ ‘অক্ষরবৃত্ত’র সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা, সম্পাদনা, লেখালেখি ও সংগঠন-প্রতিটি ক্ষেত্রে তিনি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী। হাজারো কর্মব্যস্ততার মাঝেও তার প্রিয় পাঠকদের জন্য তার আবেগ ও ভালোবাসা দিয়ে লিখে যাচ্ছেন। ২০০৮ সালের অমর একুশে বইমেলায় তার প্রথম একক কাব্যগ্রন্থ ‘আকাশের কান্না’ প্রকাশিত হয়। তার প্রকাশিত আরো একক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- মেঘলা আকাশ, ঔজ্জ্বল্য আকাশ, ছড়ায় ছড়ায় স্বরবর্ণ, প্রিয় হাইকু, প্রিয় হাইকু-২। মুজিব মানে বাংলাদেশ, মনপ্রবাহ ও বিনীত প্রকৃতি বই তিনটির সম্পাদনাসহ পত্রপত্রিকা ও যৌথ কাব্যগ্রন্থে প্রচুর লেখা লিখেছেন তিনি।

তানভীর হাসান বিপ্লব এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed