"টবে চারা রোপণ ও পরিচর্যা পদ্ধতি" বিইয়ের লেখকের একান্ত কথা:
যখন থেকে বনসাই করব ভেবেছি টবে গাছ পরিচর্যার বিষয়টি তখন থেকেই মনে দারুনভাবে বেঁধেছে। বনসাই টবে গাছটি লাগানাের আগে প্রি-বনসাই হিসেবে গাছটিকে সাধারণ টবে পরিচর্যা করে উপযুক্ত করে নিতে হয়। এই প্রি-বনসাই এর কাজ করতে গিয়েই টবে বিভিন্ন ফুল, ফল, পাতাবাহার, ক্যাকটাস, অর্কিড এর চাষ শুরু করা। কিন্তু টবে কিভাবে চাষ করবাে, লাগানাের উপযুক্ত পদ্ধতি, এদের কি রকম পরিবেশ দেয়া উচিত, খাদ্য কি; কিভাবে তা তৈরী করব, পুরাে বিষয় বা প্যাকেজটি নিজের আওতায় কিভাবে আনব ইত্যাদি অনেক অনেক বিষয় প্রশ্ন জেগেছে কিন্তু একসাথে পরিপূর্ণ বিষয়টি কোথাও এবং কোন গ্রন্থে পায়নি। প্রশ্ন থেকেই গিয়েছে যার না পেয়েছি উত্তর আর না নির্দেশনা। তাই হন্য হয়ে বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান, লাইব্রেরী, গবেষক, নার্সারী এবং অনলাইন চষে বেরিয়েছি; প্রষিক্ষণও নিয়েছি। ইন্টার লেভেল থেকেই শুরু করা। পড়া-লেখার পাশাপাশি শখের এই সৌখিন চর্চাটি করতে যা যা সাপাের্ট দরকার ধীরে ধীরে সব অর্জন করেছি। দীর্ঘ এগার বছর ধরে ধীরে ধীরে জমানাে সব তথ্য ভাণ্ডার নিজের জন্য করেছি তাই ভেবেছি কাউকেই এই কৌশল, পদ্ধতি জানাবােনা। নিজের সংগ্রহ বা জানা নিজের কাছেই রাখব। কিন্তু এই চিন্তা বেশিদিন টিকলনা। মনে হয় সবার মাঝে ছড়িয়ে দেয়াতেই আনন্দ। সবকিছু নিজের আওতায় আনতে আমার যে সময়, শ্রম ও অর্থ গিয়েছে তা হয়তাে ইচছা থাকলেও অনেকেই পারবেনা । কিন্তু আমার সংগ্রহটি পরিপূর্ণ। এটি যদি সবাই হাতে পাই তাহলে পরিচর্যার মূল্যবান অনেক সময় বেঁচে যাবে এবং বনসাই করতে চাইলে প্রিবনসাই এর হাতও চলে আসবে। তাহলে কেউ হতাস হবে না। এতে নিজের সৌখিন এবং মনােমুগ্ধকর এই হবি আজীবন বেঁচে থাকবে। এই সকল চিন্তা থেকেই একসময় মনের অজানাই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেয়ার ইচ্ছা জেগে উঠল। তাই সবার মাঝেই এটি উৎসর্গ করলাম।
টবে চারা রোপণ ও পরিচর্যা পদ্ধতি যা রয়েছে-
১। টবে গাছ পরিচর্যার আসল রুপ।
* উদ্ভিদের অঙ্গ পরিচিতি।
২। প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি।
৩। গাছের খাদ্য।
৪। পুষ্টি উপাদান বা অনুখাদ্যগুলোর উৎস।
৫। কোন অনু খাদ্যের কি কাজ বা কোন অনুখাদ্য কেন প্রয়োজন ও কেন প্রয়োগ করবেন।
৬। ৫ নং-এ উল্লেখ্য অনুখাদ্যগুলো বাজারে কোন সারে পাওয়া যাবে।
৭। গাছ লাগানোর সময়।
৮। টবে কি কি চারা বা গাছ লাগাবেন।
৯। চারা বা গাছ নির্বাচন ও সংগ্রহ।
ক। বীজ হতে চারা উৎপাদন।
* বীজ তলা বা বেড তৈরী।
* বীজতলার মাটি জীবানু মুক্তকরণ।
* বীজতলায় বীজ বপণ।
* চারা তোলার সময়।
* ট্রেতে চারা উৎপাদন।
খ। কলমের মাধ্যমে চারা উৎপাদন।
* সংগ্রহীত কলমের চারা কেমন হওয়া উচিত।
* কলম করার সময় ও বিভিন্ন পদ্ধতি।
গ। প্রকৃতি হতে চারা সংগ্রহ করে।
* প্রকৃতি হতে চারা সংগ্রহ পদ্ধতি।
১০। চারা বা গাছ লাগানোর টব বা পাত্রসমূহ।
১১। কোন গাছের জন্য কোন আকারের টব প্রয়োজন।
১২। টবের প্রয়োজনীয় মাটি।
* মাটির শ্রেণীবিভাগ ও মাটি চেনার উপায়।
* মৃত্তিকার বুনট শ্রেণী বা মাটি রুপান্তর পদ্ধতি (আন্তর্জাতিক)।
১৩। টবের মাটি সংগ্রহ।
১৪। টবের মাটি তৈরী।
* টবের মাটিতে সার ব্যাবহারের পরিমাণ।
* টবের মাটিতে ব্যাবহারিত সারে পুষ্টি উপাদানের পরিমাণ।
* ভবিষ্যতের জন্য মাটি তৈরী।
১৫। টবে মাটি ভরাট পদ্ধতি।
* টবের মাটি জীবাণু মুক্তকরণ পদ্ধতি।
১৬। টবে গাছ লাগানো পদ্ধতি।
১৭। টবে কি কি সার দিবেন।
* টবের সারগুলো তৈরী পদ্ধতি।
* আসল রাসায়নিক সারের পরীক্ষণ।
১৮। গাছ ধ্রুত বেঁড়ে তোলা,যথা সময়ে বা তাড়াতাড়ি গাছে ফুল ও ফল আনার উপায়।
* প্রুনিং ।
* ট্রিমিং ও পিন্সিং ।
*স্লেকিং ।
* থিননিং ।
* ডিজবাডিং ।
* স্টপিং ।
* গাছ ছোট রাখা ও গাছের কান্ড বা গোঁড়া মোটা করা।
* রাসায়নিক সারের মাত্রা বৃদ্ধিকরণ।
১৯। গাছের রোগবালাই এবং কীট নির্নয় ও প্রতিকার।
২০। জৈব কীট, ছত্রাক ও বালাই নাশক তৈরী পদ্ধতি।
২১। টবের মাটি পরিবর্তন।
* টবের মাটি পরিবর্তনের উদ্দেশ্য।
* গাছের খাদ্য মজুদ পরীক্ষণ।
২২। বাংলাদেশের ঋতু বৈচিত্র।
* ঋতু চিত্র।
২৩। বিভিন্ন ঋতুতে ইংরেজি মাস অনুযায়ী গাছের পরিচর্যা।
২৪। টবে পানি শূন্যতার পরীক্ষণ।
২৫। টবে পানি দেয়ার পদ্ধতি।
২৬। মরু অঞ্চলের,পরাশ্রায়ী এবং জলজ উদ্ভিদের পরিচর্যা।
* ক্যাকটাসের পরিচর্যা ।
* অর্কিডের পরিচর্যা ।
* জলজ উদ্ভিদের (ইনডোর) পরিচর্যা ।
২৭। ভিভিন্ন ফুল ও ফল গাছের পরিচর্যা।
* প্রাসঙ্গিক টিকা।
## পরিশিষ্ট :
**বিজ্ঞাপন( এক নজরে বনসাই প্রেক্টিক্যাল) ।
** তথ্য সহায়িকা ।
** হোম ডেলিভারী পদ্ধতি ।
## সমাপ্তি।
Read More