পরম ক্ষমাশীল ও দয়াময় আল্লাহর অশেষ রহমতে আমাকে আল্লাহর ঘরে হাজীর হওয়ার তৌফিকদেয়ায় কোটি কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ্ হুকুমে হজ্ব পালন করার সুযোগ করে দিয়েছেন এবং মদীনায় নবীজির রওযা যিয়ারত করার নছিব হয়েছে বলে, গোলাম তার প্রভুর নিকট শুকরিয়া আদায় করছি, আল্লাহ্ যেন কবুল করেন আমিন।
হজ্ব ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম। হজ্ব একটি অতি গুরুত্বপূর্ণ ফরয ইবাদত। মুসলমানদের জন্য জীবনে একবার হজ্ব করা ফরয। একাধিকবার করা নফল। হজ্ব পালন করার অভিজ্ঞতার আলোকে এই বই লেখা। অধিকাংশ হাজ্বী সাহেবেই পূর্ণ প্রস্তুতি নিয়ে হজ্ব করতে যায় না।
প্রথমে আমার ধারণা ছিল যে, শুধু বাংলাদেশের হাজ্বীগণই হজ্ব করতে গিয়ে নানাবিধ ভুল ভ্রান্তি করে থাকে। বেশীর ভাগ ক্ষেত্রেই সীমিত জ্ঞান নিয়ে, অন্যের উপর নির্ভর করে হজ্ব করতে যান। প্রশিক্ষণ, ও বই পুস্তক না পড়ার কারণে ঝগড়া-বিবাদ, অযথা কথাবলা, গীবত, খাওয়া-দাওয়া, বিভিন্ন বিষয়ে অভিযোগ ও দুনিয়াবি কথাবার্তা নিয়ে ব্যস্থ থাকে।
আমি সর্বশ্রেনীর লোকদের অনুরোধ করব যারা হজ্বের নিয়ত করবেন তারা কমপক্ষে ৬ মাসের আগে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে সরে এসে হজ্ব এর জন্য বাজারে যে সমস্ত ভাল বই পাওয়া যায় ও ভাল বিজ্ঞ আলেমগণ ও যারা পূর্বে হজ্ব করেছেন তাদের সাথে আলাপ করে কোথায় কি কাজ করতে হয় তার সম্পর্কে স্পষ্ট ধারনা নিয়ে হজ্ব করতে যাওয়া। (সাবধান! থাকবেন ঐ সমস্ত সকল কাজ হতে যা আল্লাহ্ ও তার রাসূলর নিষেধ।)
হজ্ব এমন একটি ইবাদত যা আর্থিক শারীরিক, মানসিক অবস্থার সমন্বয়ে সম্পাদন করতে হয়। তাই বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করতে হবে। এই বই লেখার প্রধান উদ্দেশ্যই হল হাজ্বীগণদের সার্বিক সহায়তা ও বস্তুনিষ্ঠ তথ্য প্রধান করা, যাতে হাজ্বীগণ সঠিক উপায়ে হজ্ব ও উমরাহ্ সকল হুকুম ও আহকাম যথাযথ ভাবে পালন করতে পারে।