”বঙ্গবন্ধু দেশরত্ন ও অন্যান্য প্রবন্ধ” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
পৃথিবী জুড়ে পারমানবিকতার ভয়াবহতাকে অস্বীকার করে মানুষের মুক্তির গান গাইতে সচেষ্ট রাহী। তার অসংখ্য কবিতার পরতে পরতে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের দ্রোহী উচ্চারণ স্পষ্ট। তার কবিতা মানেই জীবনের অপরূপ রূপালি গল্প। তিনি দীর্ঘদিন ধরে প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শত বাধার আঁধার ভেঙ্গেও মুজিবীয় আদর্শের পুনর্জাগরণে প্রতিবাদীকণ্ঠে গেয়েছেন বিশ্বমানবতার মহামুক্তির জয়ােগান। বারবার তার কণ্ঠ রােধ করার অপচেষ্টা চালিয়েছে মানবতাবিরােধী অপশক্তি। অস্বাভাবিক সামাজিক অবক্ষয় এবং দুর্বিষহ রাষ্ট্রীয় দুবৃত্তায়নের মাঝখানে দাঁড়িয়েও অমীমাংসিত জীবনের ছবি আঁকেন রাহী। দেশ ও স্বাধীনতা যখন বিপদাপন্ন তখন রাহীর শিল্পসত্তা প্রতিবাদে ফেটে পড়ে। এই প্রতিবাদ অশিল্পের বিরুদ্ধে শিল্পের, অন্ত্রের বিরুদ্ধে গােলাপের, অরাজকতার বিরুদ্ধে শান্তির , মিথ্যার বিরুদ্ধে সত্যের, অন্যায়-অবিচারের বিরুদ্ধে দ্রোহ ঘােষণা করেন মানবিকতার দৃঢ়প্রত্যয়ী স্বপ্নজাগানিয়া গান গেয়ে। কবি শাফিকুর রাহী সম্পর্কে বিভিন্ন বিদগ্ধ বিজ্ঞজনের মূল্যায়নকেউ বলেছেন কবি হুইটম্যান কিংবা মুসা জলিলের সাথে তার মিল খুঁজে পাওয়া যায়। কেউ বলেছেন চির কিশাের কবি সুকান্তের সাথে তার মিল লক্ষ্য করা যায়। কেউ আবার নজরুল ও জীবনানন্দের সাথেও তার দ্রোহ এবং গ্রামীণ নৈসর্গের কাব্যভাষার সাথে তুলনা করেছেন, আবার কেউ বলেছেন তুরস্কের কবি নাজিম হিকমতের দ্রোহী কাব্যসত্তার সাথেও তার মিল লক্ষ্য করা যায়। বিশ্বমানবতার মহামুক্তির বন্দনায় তিনি নিজেকে নিয়ােজিত রেখেছেন সারাক্ষণ সারাবেলা। সহায়সম্বলহীন উদ্বাস্তু উদাসী নগরবাউল পথহাঁটেন পথের সন্ধানে। এভাবেই অজ্ঞাতবাসে অকারণ ক্ষয়ে যায় সােনালি যৌবন, সাধের অর্ধশত বসন্ত। কবি শাফিকুর রাহীর বর্তমান গ্রন্থ ‘বঙ্গবন্ধু দেশরত্ব ও অন্যান্য প্রবন্ধ'। এই গ্রন্থে ৩৩টি প্রবন্ধ স্থান পেয়েছে। তিনি সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য- জাতীয় কবিতা পরিষদ, জীবনসদস্যবাংলা একাডেমী, সভাপতি- সােনার বাংলা শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র, সদস্যজয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, সাবেক যুব ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, জাতীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। সম্পাদক- সম্প্রীতি। প্রকাশিত গ্রন্থ : প্রায় ৫০। কবিকৃতির স্বীকৃতি হিসেবে পেয়েছেন- ডা. লুর রহমান স্বর্ণপদক, দীপালােক গুণিজন সম্মাননা পদক, বাংলা সাহিত্য পদক ১৪১৬, ২০১০ সালে মাতৃভাষা সাহিত্য পুরস্কার, বাংলাদেশ পােয়েটস্ ক্লাব সাহিত্য পুরস্কার, ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার, মাদারতেরেসা সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ সম্মাননা, শেরে বাংলা সাহিত্য সম্মাননা ২০১৪ এবং কবি নজরুল সাহিত্য সম্মাননা পদক ২০১৫ লাভ করেন।
Read More