"চেতনা অতিচেতনা নিরাময় ও প্রশান্তি" বইটির সম্পর্কে কিছু কথাঃ
মহাজাতক শহীদ আল বােখারী বরেণ্য ভবিষ্যৎ দ্রষ্টা মহাজাতক। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মর্মান্তিক মৃত্যু, ইন্দিরা গান্ধীর মৃত্যু, রাজীব গান্ধীর মৃত্যু, মহাশূন্যযান চ্যালেঞ্জারের দুর্ঘটনা, সােভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন, নব্বই-এ বাংলাদেশে গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা, পুনর্নির্বাচনে প্রেসিডেন্ট জর্জ বুশের ভরাডুবিসহ অসংখ্য নির্ভুল ভবিষ্যদ্বাণীর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্য মর্যাদার আসনে আসীন হয়েছেন। | জ্যোতিষ বিজ্ঞান, যােগ, মেডিটেশন, প্রাকৃতিক নিরাময় তথা অতীন্দ্রিয় বিজ্ঞানের প্রতিটি শাখায় রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ। এই বিষয়গুলাের উপর তিনি লিখে আসছেন। গত দুই যুগ ধরে। দৈনিক ইত্তেফাকে নিয়মিত রাশিফল ও বর্ষশুরুতে ভবিষ্যদ্বাণী লিখে আসছেন ১৯৭৭ সাল থেকে।
শহীদ আল বােখারী কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসেবে। সাইকিক কনসালটেন্ট হিসেবে সার্বক্ষণিক কাজ শুরু করার আগে তিনি ছিলেন দেশের প্রাচীনতম দৈনিক আজাদের বার্তা সম্পাদক। জ্যোতিষ বিজ্ঞানের পাশাপাশি যােগ ও মেডিটেশনকে জনপ্রিয় করে তােলার জন্যে ১৯৮৩ সালে স্থাপন করেন যােগ মেডিটেশন কেন্দ্র। পরে এই প্রচেষ্টাকে আরও সংহত করার জন্যে প্রতিষ্ঠা করেন যােগ । ফাউণ্ডেশন। তিনি মেডিটেশন ও মননিয়ন্ত্রণের সহজ বৈজ্ঞানিক পদ্ধতি কোয়ান্টাম মেথড’-এর উদ্ভাবক ও সফল প্রশিক্ষক। | চেতনা, অতিচেতনা, নিরাময় ও প্রশান্তি একগুচ্ছ আকর্ষণীয় ও প্রয়ােজনীয় নিবন্ধের সংকলন।
Read More