“শার্লক হোমসের দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
আর্থার কোনান ডয়েল (১৮৫৯-১৯৩০) ছিলেন একজন চিকিৎসক। অনেক ভেবে চিন্তে তিনি শার্লক হােমস চরিত্রটি সৃষ্টি করেছেন। তার বােহেমিয়ার কুৎসা-কাহিনি (অ্যা স্ক্যান্ডাল ইন বােহেমিয়া) প্রকাশিত হয় ‘দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে, ১৮৯১ সালের জুলাই মাসে। এই গল্পটি আমেরিকা থেকেও ‘উম্যানস উইট’ কিংবা ‘দ্য কিংস সুইটহার্ট’ নামে প্রকাশিত হয়।
এ বােহেমিয়া একটি প্রাচীন অঞ্চল। এই অঞ্চল নিয়ে জার্মান ও চেকদের মধ্যে একাধিক যুদ্ধের ঘটনা ঘটে। উনিশ শতকের শেষে হােলি রােমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় বােহেমিয়া। ১৯১৮ সালে এই অঞ্চল চেকোশ্লোভাকিয়ার অধীনে চলে যায়। বর্তমানে বােহেমিয়া চেক রিপাবলিকের অন্তর্গত। কাজেই এটা স্পষ্টভাবে বলা যায়, কোনান ডয়েল তার গল্পের পটভূমি রচনার জন্য একটি বিখ্যাত স্থানকেই বেছে নিয়েছেন। এই গল্পটি কোনান ডয়েল দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হােমস'-এ অন্তর্ভুক্ত করেছেন। গল্পটির সূচনা হয়েছে মহিলা’ পদবাচ্য একজন স্ত্রীলােককে নিয়ে। এর অর্থ এই নয় যে, মহিলার প্রতি তার কোনাে দুর্বলতা ছিল। এই মহিলার নাম আইরিন অ্যাডলার। হােমস তাকে বসিয়েছেন শ্রেষ্ঠ মহিলার আসনে। এর কারণ তার সংযত আবেগ এবং তীক্ষ্ণ বুদ্ধি। এই গল্পে দেখা যায়, ডা. ওয়াটসন বিয়ে করেছেন। তিনি নিজের সংসার আর আলাদা ঘর নিয়ে মশগুল। হােমস সামাজিকতার ধার ধারেন না। বেকার স্ট্রিটের ডেরায় রাশি রাশি বই। গােয়েন্দাগিরি আর কোকেনের নেশা নিয়ে সম্পূর্ণ আলাদা জগতে বুদ হয়ে থাকেন।
Read More