"মুজিব নগর সরকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৭১ এর ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। এই সরকার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার হিসেবে বহুল পরিচিত। এই সরকারের কর্মকাণ্ডের উপর এটি একটি প্রামাণ্য গ্রন্থ। তবে সরকার গঠনের পূর্বে বাঙালি জাতীয়বাদী চেতনার উন্মেষ, জাতীয়তাবাদী আন্দোলন এবং ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায় এ গ্রন্থে সংক্ষিপ্তভাবে আলােচনা করা হয়েছে। ১৯৭১ এর উত্তাল মার্চ, বিশেষ করে ২ মার্চের পতাকা উত্তোলন, ৩ মার্চের স্বাধীনতা ইশতেহার পাঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ইয়াহিয়া-মুজিব আলােচনা ও ২৩ মার্চ সকল সরকারি দপ্তরে বাংলাদেশের পতাকা উত্তোলনসহ বিভিন্ন প্রসঙ্গও স্থান পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ঘােষণার বিষয়ে প্রামাণ্য আলােচনাও রয়েছে। সরকার গঠন, সরকারের অভ্যন্তরীণ বিরােধ, সরকারের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম, অর্থনৈতিক কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধের প্রচারপ্রচারণা ও আন্তর্জাতিক কুটনীতি বিশদভাবে আলােচনা করা হয়েছে। মুক্তিযুদ্ধ যে শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম নয়, এটি যে জনযুদ্ধ ছিল মূলত এ বিষয়টিই এখানে তুলে ধরার প্রয়াস রয়েছে। রাজনৈতিক নেতৃত্বের তত্ত্বাবধানে পরিচালিত কূটনৈতিক প্রয়াস ব্যতিত মুক্তিযুদ্ধে বিজয় অর্জন যে সুকঠিন ছিল এ বিষয়টি এ গ্রন্থে স্পষ্ট করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব কাজ করেছে তার প্রামাণ্য দলিলপত্রও সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। এক কথায় বলা যায় ‘মুজিব নগর সরকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ প্রথম বাংলাদেশ সরকারের উপর রচিত একটি কোষগ্রন্থও বটে।
Read More