আউটলাইয়ারস্ঃ দ্য স্টোরি অব সাকসেস (সফলতার গল্প) বইটির লেখক ম্যালকম গ্লাডওয়েল গল্পের মাধ্যমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যাক্তিদের সফলতার অন্তনির্হিত ও গুরুত্বপূর্ন দিকসমূহ তুলে ধরেছেন। যারা সফলতার সামনে দাঁড়িয়ে আছেন অনেকে মনে করেন তারা এসব নিজেরাই করেছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা লুকিয়ে থাকা সুবিধা ও অসাধারণ সুযােগের এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের সুবিধাভােগী; যা তাদের শিখতে,কঠোর পরিশ্রম করতে এবং উপায়গুলাে বিশ্বকে অনুধাবন করার সুযােগ এনে দেয়। এই বিষয়টা একটি বড় পার্থক্য সৃষ্টি করে। যখন আমরা বড় হয়ে উঠতে থাকি তখন আমাদের সংস্কৃতি এবং আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার আমাদের কল্পনা করার সুযােগ তৈরি করে দেয়না। অন্য কথায়, সফল মানুষেরা কি করতে পছন্দ করে এটা জানা যথেষ্ট নয়। বইয়ের শুরুতে লেখক রােসেটো রহস্য নামক গল্পের অবতারণা করেছেন। এখানে তিনি দেখিয়েছেন কি কারণে রােসেটান মানুষেরা বৃদ্ধ বয়সে মারা যায়। বইয়ের প্রথম অংশের নাম দিয়েছেন সুযােগ। এই অংশে তিনি দেখিয়েছেন নানাবিধ সুযোগ কিভাবে মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যায়। দ্বিতীয় অংশ হলাে উত্তরাধিকার বিষয়ক। এখানে তিনি দেখিয়েছেন উত্তরাধিকার কিভাবে মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। উত্তরাধিকারের সাথে সফলতার সম্পর্ক তুলে ধরেছেন বাস্তব কিছু ঘটনার আলােকে। দ্বিতীয় অংশের প্রশ্নটি হলাে আমাদের পূর্ব পুরুষদের থেকে উত্তরাধিকারী ঐতিহ্য এবং মনােভাব জীবনে একই ভূমিকা পালন করতে পারে কিনা। আমরা দেখতে পাবাে- মানুষ কেন সফল হয় এবং কিভাবে সাংস্কৃতিক উত্তরাধিকারকে গুরুত্ব সহকারে গ্রহণ করে যেগুলাে মানুষকে ভালাে করে তুলতে পারে। বইটির উল্লেখযােগ্য দিক হলাে- এর প্রত্যেকটি বিষয়ের মধ্যেই লেখক তুলে ধরেছেন সামাজিক ও মনাে-বৈজ্ঞানিক ব্যাখ্যা।
Read More