"এক অর্থনৈতিক ঘাতকের স্বীকারোক্তি" বইয়ের ভেতর থেকে:
অর্থনৈতিক ঘাতকেরা মােটা অংকের বেতনপ্রাপ্ত পেশাদার। এদের কাজ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশকে ধাপ্পা দিয়ে লক্ষ কোটি ডলার চুরি করা। এ কাজে এদের মূল অস্ত্র হচ্ছে ভুলতথ্যপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন, পাতানাে নির্বাচন, ঘুষ, চাপ প্রয়ােগ, যৌনতা ও হত্যা। এদের কর্মকাণ্ড নতুন ও ভয়াবহ রূপ ধারণ করেছে।
জন পার্কিন্সের তাে এসব কথা জানা উচিত। কেননা, তিনি ছিলেন আন্তর্জাতিক ভাবে খ্যাত একটি কন্সালটিং ফার্মের একজন অর্থনৈতিক ঘাতক। এই সংস্থাটি বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলােকে বিপুল অংকের উন্নয়ন ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রলােভিত করতাে। সে সাথে সংস্থাটি এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযােগ যাতে আমেরিকান কোম্পানীগুলাে পায় সেটাও সুনিশ্চিত করতাে। যখন ঋণ গ্রহীতা রাষ্ট্রগুলাে ঋণের কারাগারে চিরবন্দী হতাে তখন যুক্তরাষ্ট্র এসব দেশের কাছ থেকে নিজের স্বার্থ আদায় করতাে। আর যুক্তরাষ্ট্রের স্বার্থ মানেই প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ, সামরিক সহযােগিতা ও রাজনৈতিক সমর্থন।
এক অর্থনৈতিক ঘাতকের স্বীকারােক্তি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার ও বাণিজ্যিক সংস্থাগুলাে ষড়যন্ত্র, লােভ ও দুর্নীতির প্রায় অজানা যে জগৎ গড়ে তুলেছে সেই জগতের এক প্রাক্তন বাসিন্দার অকপট কাহিনী। এই গােপন চক্রকে না থামাতে পারলে সমগ্র বিশ্বের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। এ ব্যাপারে বইটির লেখকের ভাষ্য একেবারেই প্রাঞ্জল।
Read More