এই মুহূর্তে দুই বাংলাতেই বেশ কয়েকটি প্রকাশনা থেকে হ য ব র ল প্রকাশিত হয়েছে এবং বই-বাজারে সেসব বই সহজলভ্য। তবুও কেন হ য ব র ল প্রকাশ করলাম আমরা। এমন প্রশ্ন শুধু বন্ধুবান্ধব নয়, কয়েকজন মান্যজনের কাছ থেকেও শুনতে হয়েছে। প্রসঙ্গত জানাই হ য ব র ল সুকুমার রায় পরিকল্পিত দ্বিতীয় বই। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশ পাবার পর সে বই কয়েক বছরের মধ্যেই দুষ্প্রাপ্য হয়ে যায়। পরে সিগনেট প্রেস থেকে খােল নলচে বদলে এই নব সংস্করণটি প্রকাশিত হয়। এই নবকলেবরটি অনেকেরই পছন্দ হয়নি। বিশেষ করে আপত্তি জানিয়েছিলেন সুকুমার-পত্নী সুপ্রভা রায়। ফলে সত্যজিৎ রায় ও দিলীপকুমার গুপ্ত পরিকল্পিত সিগনেট প্রেসের এই সংস্করণটি কিছুদিন বিক্রি হবার পর বাজার থেকে তুলে নেওয়া হয়। হ য ব র ল আবার তার পুরনাে চেহারায় ফিরে আসে। ফলে এই সংস্করণটি কালের গর্ভে হারিয়ে যায়। হারিয়ে যায় সত্যজিৎ রায়ের আঁকা প্রচ্ছদসহ বেশ কিছু ইলাসট্রেশনও। সুকুমার রায় ও সত্যজিৎ রায় গবেষক শ্রী দেবাশিস মুখােপাধ্যায় যখন এই সংস্করণটি যথাযথ-মুদ্রণের কথা বলেন, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। দেবাশিস তাঁর নিজের সংগ্রহ থেকে গােটা বইটি স্ক্যান করে আমাকে পাঠানাের জন্যেই বইটির প্রকাশ সম্ভব হলাে। তাকে ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি শ্রী সন্দীপ রায়কে বইটির এই আদি সংস্করণটি প্রকাশের অনুমতি দেওয়ার জন্যে।
Read More