"পেন্সিল সংকলন ২০২০" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
শুদ্ধচর্চা, সাহিত্যের প্রতি অনুরাগ এবং নান্দনিক কিছু সৃষ্টির স্বপ্ন নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে সৃষ্টি হয়েছিল ফেসবুকভিত্তিক সাহিত্যচর্চা গ্রুপ ‘পেন্সিল। এদের ক’জন সব্যসাচী লেখিয়ে, কেউ আনকোরা, কেউ-বা শুধুই পাঠক- তবু সাহস করে প্রথম কদম রেখেছেন লেখিয়েদের ভূখণ্ডে।
আলাে ছড়ানাে, পারস্পরিক সহমর্মিতা, পরিচ্ছন্ন মতবিনিময়ের জন্য লেখিয়ে ও পাঠকদের নিয়ে এগিয়ে চলেছে পেন্সিল। নানা বয়সের, মতাদর্শের, ভিন্নমাত্রা ও রঙের মানুষের সমাবেশ ঘটেছে এখানে। জমাট আড্ডা, গঠনমূলক আলােচনা, সাহিত্যের তর্ক আর হাসি-ঠাট্টায় প্রতিনিয়ত ভরে ওঠে পেন্সিলের দেয়াল। পেন্সিলের লক্ষ্য খুব সাধারণ আর একই সঙ্গে অসাধারণ। লক্ষ্য হলাে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া। সময়গুলাে সৃজনশীল ইতিবাচকতায় ভরিয়ে তােলা। পূর্বে কবিতা ও গল্প সংকলন, তরুণ লেখক-কবি অন্বেষণ প্রতিযােগিতা, ই-বুক এবং ছবি প্রদর্শনীর পাশাপাশি অসংখ্য আলাে-জাগানিয়া কাজে সাফল্যের ছাপ রেখেছে পেন্সিল।
২০১৮ থেকে ‘পেন্সিল পাবলিকেশনস’-এর পথচলার মাধ্যমে নবীন কবি, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকারদের রচিত সাহিত্য মলাটবন্দি করার উদ্যোগ চলেছে। অনলাইন ও অফলাইন সৃজনশীলতা এবং সাহিত্যচর্চাকে সঠিকভাবে সবখানে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দৃঢ় পথচলার আরেকটি মাইলফলক ‘পেন্সিল সংকলন ২০২০'।
আশা করা যায়, এই বইটির প্রতিটি শব্দ আলােড়ন তুলে যাবে সকল পাঠকের হৃদয়ে।
Read More