"ফ্লুয়েন্ট মেথড অব স্পোকেন ইংলিশ"বইটির সম্পর্কে কিছু কথা: * Spoken English হচ্ছে কথাবার্তায় (conversation) ব্যবহৃত ইংরেজি ভাষা। | ভাষা এক হওয়া সত্ত্বেও Written English এবং Spoken English-এর মধ্যে ব্যবহারের ওপর ভিত্তি করে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন Written English পুরােপুরি ব্যাকরণ (Grammar) নির্ভর কিন্তু Spoken English পুরােপুরি ব্যাকরণনির্ভর নয়। অর্থাৎ Spoken English-এর ক্ষেত্রে বলার ভঙ্গি, মেজাজ, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদির ওপর ভিত্তি করে এর অর্থের তারতম্য ঘটে। * ব্যবহারের দিক থেকে বিবেচনা করলে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে কথাবার্তা (Spoken) অর্থাৎ কে কত বেশি শুদ্ধ, ভালাে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে পারে। কারণ মানুষের সঙ্গে মানুষের যােগাযােগের প্রথম মাধ্যম হচ্ছে বলা (Spoken).। তাই কে কত ভালাে ইংরেজি লিখতে পারে, কত ভালাে নিয়ম-কানুন জানে, কত বেশি শব্দ জানে এসব কিছুর চেয়ে বেশি জরুরি হচ্ছে কে কত ভালাে বলতে পারে। তাই Spoken English-এর গুরুত্ব সবচেয়ে বেশি। * আমাদের দেশে ইংরেজি, বিশেষত ব্যাকরণনির্ভর ইংরেজি চর্চার জন্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্র থাকলেও Spoken English চর্চা করার ক্ষেত্র অত্যন্ত সীমিত। প্রায়ােগিক এবং ব্যবহারিক দিকসহ অন্যান্য সমস্যাজনিত কারণে Spoken English-এর সঠিক দিকনির্দেশনার অভাবে কথােপকথনে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত পশ্চাত্মখী। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা ইত্যাদি দেশে Spoken English-এর পরিধি অত্যন্ত বিস্তৃত। যেমন ঃ ভারতের নয়াদিল্লি, মাদ্রাজ, মুম্বাইসহ বেশ কিছু প্রদেশ আছে যেখানে ছােট ছােট বাচ্চারাও ইংরেজিতে অনর্গল কথাবার্তা বলে থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে, তারা ভালাে ইংরেজি ব্যাকরণ জানে কিংবা ইংরেজিতে ভালাে লিখতে পারে। এখানে স্বাভাবিকভাবেই যে কারাে মনে প্রশ্ন জাগতে পারে যে, ভালাে ব্যাকরণ (Grammar) না জানলে তারা ইংরেজিতে কথাবার্তা বলবে কি করে? প্রিয় পাঠক, একবার আমাদের মাতৃভাষা বাংলার কথাই ভেবে দেখুন। একজনের সঙ্গে আরেকজনের কথােপকথন বা ভাব বিনিময়ের ক্ষেত্রে আমরা কতটুকু বাংলা ব্যাকরণ (যেমন সাধু ও চলিত ভাষা, কারক, সমাস, প্রকৃতি, প্রত্যয় ইত্যাদি) অনুসরণ করি? কোনাে বিদেশী যদি বাংলায় কথা বলা শিখতে চায় তাহলে কি আমরা তাকে সাধু, চলিত, কারক, সমাস, প্রকৃতি, প্রত্যয় ইত্যাদি শেখাবাে নাকি অন্যভাবে শেখাবাে? আসলে বাংলা হােক বা ইংরেজি হােক সবক্ষেত্রে Spoken-এর একটা সরল পথ আছে যা ব্যাকরণের কঠিন বাধাধরা নিয়ম থেকে আলাদা বা মুক্ত। কিন্তু আমরা বরাবরই Spoken English শেখার ক্ষেত্রে Grammar-এর কাঠিন্য বা Written English-এর যাবতীয় নিয়মকানুন বেছে নিচ্ছি। আর এ কারণেই আমাদের দেশের অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিও