পুরনো ও নতুন কবিতা এবং অন্যান্য প্রসঙ্গে” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
আধুনিক বাংলা কবিতা নিয়ে এদেশের বিস্তর লেখালেখি হলেও মধ্য-আশিতে তিরিশ দশকীয় এই কবিতাধারার আগাম মৃত্যুসংবাদ ঘােষণা করেন তিনি, শনাক্ত করেন প্রথা বা প্রচলিত (তাঁর ভাষায় পুরােনাে) কবিতার মৌল প্রবণতাসমূহ, এমনকি প্রথাবিরােধী নতুন কবিতার ভাষা ও প্রকরণের আভাসও তিনিই দেন বিভিন্ন সময়ে রচিত তাঁর গদ্যে, প্রবন্ধে। আজ অব্দি যে-সব গদ্য বা প্রবন্ধ তিনি লিখেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিন, সাময়িকী ও দৈনিক কাগজে তা থেকে নির্বাচিত কয়েকটি নিয়েই এই প্রবন্ধ-গ্রন্থ। কবিতার ভাষা, প্রকরণ ও নান্দনিক বিভিন্ন পর্যায় নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ কেবল নয়, বাংলা কবিতার ছন্দ সম্পর্কেও এ-গ্রন্থে রয়েছে কবি ও কবিতা-পাঠকদের জন্য অপরিহার্য এক রচনা। শুধু তাই নয়, জীবনানন্দ দাশের একটিমাত্র কবিতা কেবল ‘বনলতা সেন' কীভাবে নিয়ন্ত্রণ করে চলেছে আধুনিক বাংলা কবিতাকে তা নিয়ে রয়েছে এক অশ্রুতপূর্ব পর্যবেক্ষণও। প্রথাবিরােধী ও নিরীক্ষাপ্রবণ এই কবির প্রতিটি রচনায়, এমনকি গ্রন্থালােচনাতেও কবিতার চেয়ে প্রাধান্য পেয়েছে কবিতার শৈল্পিক সৌকর্য, নতুন নতুন উপলব্ধি ও অভিজ্ঞতার নানা দিক এবং পুরােনাে ও নতুন কবিতার ভিন্নতর ভাষা ও প্রকরণ-কৌশলের বহুবিচিত্র উপাদানসমূহ। যে-কারণে, প্রতিটি রচনাই জন্ম দেয় নতুন চিন্তা ও উপলব্ধির— যা প্রথা ও প্রথাবিরােধী সকল কবি ও কবিতা-পাঠকের জন্য অবশ্য পাঠ্য।
Read More