“কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা” বইটির কিছু কথাঃ
পর্দা শব্দটি মূলতঃ ফার্সী। যার অর্থ আবরণ বা ঢাকনা। আরবী ভাষায় বলে হিজাব। পবিত্র কালামে একাধিক সূরাও রয়েছে তাতে পর্দা সংক্রান্ত | বিস্তারিত আলােচনা করা হয়েছে। আমরা অনেকে পদা বলতে অবরােধ প্রথা বা নারীকে চার দেয়ালের ভিতর গৃহবন্দী করে রাখা বুঝি। কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা হচ্ছে পােষাক ও আচরণের মাধ্যমে বিশুদ্ধ জীবন গঠন করা। | বর্তমান যুগে পদা একটি সামাজিক ভদ্রতার প্রতীক ও আভিজাত্যের পরিচায়ক। সামাজিক প্রেক্ষাপটে এটি একটি বহুল আলােচিত বিষয়, যা এক শ্রেণীর লােকের নিকট অত্যন্ত মর্যাদার বিষয় বস্তু। তারা চান মানুষ পর্দার মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিধান মেনে পশুত্বকে বাদ দিয়ে সৃষ্টর সেরা হিসাবে বেচে থাক। অবহমানকালের এ চিররীতি বজায় রেখে সমাজ জীবনের ভীতকে মজবুত করুক। পারিবারিক বন্ধনকে করুক আরও সু-দৃঢ়।
আরেক শ্রেণীর লােকের নিকট এটি একটি সমালােচনার বিষয়। তাদের ভাষায়, সেকেলের গােড়ামী চিরতরে বন্ধ হােক। এটি সকল প্রকার প্রগতি ও উন্নতির অন্তরায়, তাই একে সমাজের সর্বস্তর থেকে বাদ দিতে হবে। পর্দার দ্বারা মানুষের স্বহজাত ধর্মে আঘাত করা হয়, তাই তারা প্রকৃতির সন্তান হিসাবে বেঁচে থাকতে চান । যথেচ্ছা যৌনাচার, বিজ্ঞাপনে নারীর মাংসল দেহ প্রদর্শনী, সর্বত্র নারীকে ভােগের সামগ্রী বানিয়ে তাদের দ্বারা ফায়দা লুটতে চায়।
পর্দার মূল কথা হচ্ছে, পর পুরুষের সামনে নারীদের রূপ লাবণ্য প্রকাশ না করা । এমনিভাবে পুরুষদের জন্যও পর্দা সংক্রান্ত বিধান রয়েছে। পর্দার বহু অর্থ হতে পারে, কেবল বাহ্যিক পর্দাই যে সীমাবদ্ধ তা নয় বরং মনের পর্দাও একটি বিরাট স্থান দখল করে আছে। এমনিভাবে কথা, কাজ, বাচন ভঙ্গি, দৃষ্টি, আচার। আচরণ, মােটকথা সব কিছুতেই ক্ষেত্র বিশেষ পর্দার বিধান প্রযােজ্য। এমনিভাবে মুহরিমদের সাথে এক রকম পর্দা ও গায়রে মুহরিমদের সাথে আরেক রকম পদার বিধান রয়েছে। নিজের মাতা, স্ত্রী, বােন, ভাই, বন্ধু, পিতা, পরিচিত, অপরিচিত সর্ব ক্ষেত্রে পর্দা করার বিভিন্ন স্তর রয়েছে।
আরবীতে পদাকে হিজাব বলে আখ্যায়িত করা হয়। অনেক ক্ষেত্রে হিজাব গ্রহণ করার পরও মা-বােনেরা বেপর্দা থেকে যায়। ক্ষেত্র বিশেষ হিজাব অনেকে
সূচিপত্রঃ
*
পর্দা পরিচিতি
*
পর্দা সমাজ ও দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিয়ষ
*
নারীদের বাড়ীর বাইরে বের হওয়ার পর্দা
*
পর-পুরুষের সাথে কথা বলার পর্দা
*
দৃষ্টি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ
*
মাহরাম ছাড়া স্ত্রীলােকের সফর করা নিষেধ
*
মাহরাম ছাড়া স্ত্রীলােকের জন্য হজ্জের সফরও নিষেধ
*
দেবরের সাথে পর্দা
*
হিজড়াদের সাথে পর্দা
*
চিকিৎসা ক্ষেত্রে পর্দা br>*
মা-বােনদের সন্তান প্রসবকালিন পর্দা
*
পীরের সাথে পর্দা
*
কবরবাসীর সাথে পর্দা
*
অন্ধের সাথেও পর্দা করতে হবে
*
সুঃখ দুঃখের সময় পর্দা
*
দুই শ্রেণীর জাহান্নামী লােক
*
পথে ঘাটে বসতে পর্দা
*
কারাে ঘরের ভিতর তাকানাে নিষেধ
*
নামাযে পর্দা
*
মহিলাদের জন্য গৃহই উত্তম মসজিদ
*
পুরুষ ও মহিলাদের পরস্পরে কতটুকু পর্দা করা আবশ্যক
*
মৃত ব্যক্তির সতর দেখা হারাম
*
মহিলাদের কবরে যাওয়া নিষেধ।
*
ফেরেশতাদের থেকেও লজ্জা করা উচিত
*
ঈমান ও লজ্জা একে অপরের পরিপূরক
*
ব্যভিচার একটি অশ্লীল কার্য
*
বিজ্ঞানীদের দৃষ্টিতে নারী-পুরুষের সৃষ্টিগত পার্থক্য
*
বৃহত্তর ভারতে ইংরেজ ও মুসলিম নারীদের পােষাক
*
বিভিন্ন ধর্মে নারীর স্থান
*
ইসলাম পূর্বে নারী
*
বৌদ্ধ ধর্মে নারী
*
হিন্দু ধর্মে নারী
*
ইয়াহুদী ধর্মে নারী
*
খৃস্ট ধর্মে নারী
*
পারসিক ধর্মে নারী
*
ইসলাম ধর্মে নারী
*
পবিত্র কোরআনে নারীর মর্যাদা
*
পর্দা প্রথাই দিতে পারে বিশ্ববাসিকে শান্তির সন্ধান
*
পর্দা প্রথা কি প্রগতির অন্তরায় না উন্নতি চাবি কাঠি ?
*
পৃথিবীর ইতিহাসে কখনই পর্দাহীনতা কোন সভ্য জাতির পরিচায়ক ছিল না
*
পুরুষ ও নারী পরস্পরের সহায়ক
*
কোরআনে পুন্যাত্মা নারী পুরুষের প্রশংসা
*
ইসলাম-ই- দিয়েছে নারীকে রাণীর মর্যাদা
*
নারী পুরুষের সৃষ্টি রহস্য সম্পর্কে আল কোরআনের ভাষ্য
*
নারীর ইজ্জতের অধিকার
*
নারীর সতীত্ব রক্ষায় ইসলাম
*
বেগানা যুবক-যুবতীর নির্জনে উববেশন ও রাসূল (সঃ)এর উদ্বেগ প্রকাশ
*
উম্মুক্ত স্নানাগার ও পুকুরে মহিলাদের গােসল করা নিষিদ্ধ
*
যে রমণী সুগন্ধি লাগিয়ে পুরুষদের মজলিসের নিকট দিয়ে যাতায়াত করে সে যিনাকারিণী।
*
সুগন্ধি ব্যবহারে নারীদের সতর্ক থাকা উচিত
*
যে নারী বেগানা পুরুষদের সামনে সেজেগুজে চলে তার পরিনাম
*
স্বামী স্ত্রীরর গােপন কথা অপরের কাছে প্রকাশ করা নিষেধ
*
পুরুষ ও নারীর মাঝে শয়তান যখন তৃতীয় ব্যক্তি
*
ঘরের বাইরে স্ত্রীলােকদের প্রতি শয়তান তাকায়
*
অন্য নারীর রূপগুণ স্বীয় স্বামীর নিকট বর্ণনা করা নিধেধ
*
প্রিয় পুরুষ নারীর ও নারীদের জন্য পুরুষদের আকৃতি ধারণ করা নিষেধ।
*
নারীদের আকর্ষণীয় পােশাক ও সুগন্ধী ব্যবহার প্রসংগে
*
পদাহীনতা ও ব্যভিচারের কারণে বণীঈসরাঈলের সত্তর হাজার লােক ধ্বংশ হয়
*
পর্দার মাধ্যমে নারীদেরকে সতীত্ব রক্ষার নির্দেশ
*
দৃষ্টি সংযত রাখার নির্দেশ
*
দৃষ্টি সংযত রাখার পুরস্কার
*
যে সকল নারী ও পুরুষের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন
*
কোন মহিলার স্বামী বাড়ীতে না থাকলে তার সাথে নির্জনে বসা নিষেধ
*
চরিত্রহীন স্ত্রী আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে
*
সতী নারীর জন্য জান্নাতের সুসংবাদ
*
নারীর জন্য দুটি পর্দা
*
ইদ্দত পালনে সতর্কতা
*
কোরআন ও হাদীসে অশ্লীলতা পরিহার করার আহ্বান
*
অশ্লীলতার অন্তর্ভুক্ত কতিপয় আকর্ষনীয় শিরােনাম
*
খেলা ধুলা স্ফূর্তি সম্পর্কে শরীঅতের বিধান
*
উলংগ নারীর ফটো টাঙানাে পদাহীনতাকে উৎসাহিত করে।
*
ফটো ব্যবহার করা সম্পর্কে শরীঅতের বিধান
*
শরীয়তের অসাধারণ সতর্কী করণ
*
অশ্লীলতা ও শয়তানের অঙ্গিকার।
*
অপরিচিতা মহিলাদের পােষাকের দিকে দৃষ্টিপাত করা জায়েয আছে কি?
*
অপরিচিতা মহিলাদের সম্পর্কে শরীঅতের বিধান
*
অশ্লীলতার বিরুদ্ধে নবী (সঃ) এর ভবিষ্যৎ বানী।
*
ইসলাম বিশ্বাসীকে পূত পবিত্র জীবন পদ্ধতি শিক্ষা দেয়
*
পর্দাহীনতাকে উৎসাহিত করে এরূপ বস্তু (টিভি-ভিসি, আর) ক্রয় করা নিষেধ
*
আদর্শ দাম্পত্য জীবন
*
দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ সচ্চরিত্রা নারী
*
সােজা বেহেশতে চলে যাবে সেই মেয়েটি।
*
বিবাহের জন্য কন্যা পছন্দের পূর্বশর্ত।
*
তিন শ্রেণীর সৌভাগ্যবান লােক।
Read More