"সাইফুর’স : আন্যালাটিক্যাল পাজল"বইটির সম্পর্কে কিছু কথা:
Analytical Puzzle-এর প্রশ্ন এখন বিভিন্ন প্রতিযােগিতা মুলক পরীক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। Academic পড়াশােনার কোন স্তরেই এ জাতীয় কোন Subject কাউকে পড়তে হয়নি। আর তাই বাংলা মাধ্যমে পড়াশােনা করে, চাকুরীর পরীক্ষা বা খ্যাতনামা বিভিন্ন Management Institute(IBA, BIBM etc.)-এর ভর্তি পরীক্ষায় বসে Puzzle-এর দু-তিন ফুট লম্বা এক একটি Condition বা Clue অনেককেই মগবাজার চৌরাস্তার Trafic Jam-এর চেয়েও বেশী অস্বস্তির মধ্যে ফেলে দেয়।
Saifur's এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন কোর্সের Student-রা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদেরকে better conceptual feeding কিভাবে provide করা যায় তা নিয়ে নিয়মিত Discussion, Analysis, এবং Research হয়ে থাকে। প্রতিষ্ঠানের Resource Person-দেরকে নিয়ে এই কাজগুলাে পরিচালনা করেন
[email protected]'s এর মাননীয় কর্ণধার Saifur Rahman Khan (who is very strict particularly on these issues) নিজে। নিয়মিত Office Meeting-এ attend করতে যেয়ে অনেক Faculty Member-এর অনেক ছুটির দিনের বিশ্রাম হয়তাে ভেস্তে যায়। আবার সেই একই কারনে
[email protected]'s-এর প্রতিটি কোর্সেরই Teaching Materials এবং Teaching Methodology-ও প্রতি বছরই আগের বছরের চেয়ে improved হচ্ছে।
Analytical Ability Section-fo BBA/MBA Admission e Job Recruitment pero পরীক্ষাসমূহের প্রস্তুতির জন্য
[email protected]'s-এর Preparation কোর্সগুলির একটি অংশ। গত ৫/৬ বছরে
[email protected]'s এ Analytical-এর Class নিতে যেয়ে শত শত Student-এর Puzzle নিয়ে হাজার রকম সমস্যার কথা জেনেছি। কোর্সগুলিতে Analytical-এর সব ধরনের সমস্যার সমাধান করা হয়। তারপরও Puzzle-এর আরাে question কোথায় পাওয়া যাবে, কিভাবে question- গুলাের আরাে দ্রত উত্তর দেওয়া যায়, এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। পরীক্ষায় যে কোন প্রশ্ন তাড়াতাড়ি সমাধান করার জন্য দরকার পর্যাপ্ত অনুশীলন, যার জন্য দরকার বই। কিছু সমস্যা সেখানেই,
* যথেষ্ট পরিমান Puzzle-এর প্রশ্ন explanation- সহ দেওয়া আছে, এই বইটি প্রকাশের আগে, দেশী বা বিদেশী এমন কোন বই-ই ছিল না।
*এই বইটি এমন ভাবে লেখা হয়েছে যা পড়লে- Puzzle-এর প্রশ্ন এর যারা আগে কখনােই solve করেননি, অথবা solve করতে পারেন কিছু আরাে তাড়াতাড়ি কিভাবে করা যায় তার উপায় খুজছেন- সবারই সমস্যার সমাধান হবে। কেননা -
*বিভিন্ন intelligence level-এর student-দের বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখেই বইটির সব প্রশ্নের সমাধান করা হয়েছে।
এই বইয়ের প্রশ্নগুলাে বাছাই করা হয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ইনষ্টিটিউটের MBA, BBA, MBM সহ বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং Banks, Multinational Companies সহ বিভিন্ন চাকুরীর নিয়ােগ পরীক্ষায় Analytical Puzzle এর প্রশ্ন এসেছে যে সমস্ত বই থেকে তার সাথে মিল রেখে। উদ্দেশ্য একটাই, যারা এ বইটি পড়বে তাদেরকে একটি Complete Preparation provide করা। Analytical Puzzleর প্রশ্ন যত রকম হতে পারে (যেমন- Sequence, Group, Map, Networking ইত্যাদি), সব ধরনের Problem-ই পর্যাপ্ত পরিমানে রাখা হয়েছে। বইটি ঠিকমতাে study করলে, আশা করা যায় Analytical Puzzle নিয়ে আর কোন সমস্যা থাকবে না।