বইটির প্রথম ফ্লাপের কিছু কথাঃ
শাফিকুর রাহীর কিশােরকবিতা মূলত দেশপ্রেমের কাব্যিক কথামালা। তাঁর কিশােরকবিতা সমগ্র-১, কিশােরকবিতা সমগ্র-২ সহ প্রায় ২০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে দেশের প্রতিষ্ঠিত প্রকাশনী সংস্থাসমূহ থেকে রাহীর ভাবনা ও ছন্দশৈলী প্রশংসাৰ্হ।
তাঁর কবিতায় চিত্রকল্প, উপমা ও শব্দচয়নে এক নিরন্তর প্রয়াস লক্ষ্য করা যায়। যেমনআজকে ধুলােয় লুটোপুটি খায় সক্রেটিসের বাণী কালমার্কসের সাম্যবাদের দর্শন কেউ মানি? লিংকন, মাও, লেনিন এবং মুজিবের মতাে বীর পৃথিবীতে কবে জন্মাবে বলে উর্ধ্বে উচিয়ে শির।
শুধু শিশু-কিশাের নয়, বড়রাও তার কবিতা পড়ে ছেলেবেলার স্বপ্নরঙিন স্মৃতিতে আর সবুজ-সুন্দর প্রকৃতিতে হারিয়ে যাবেন। এই বইয়ের কবিতাগুলাে পূর্বে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ থেকে বাছাইকৃত।
এই কবির কবিতার মূল সুরই হচ্ছে সুন্দরের আরাধনা। দেশ, সমাজ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, প্রকৃতি এবং মানবতাই সেখানে মুখ্য। তাঁর কবিতা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আগামী প্রজন্মকে প্রতিবাদে সােচ্চার হতে প্রেরণা যােগাবে।
ছন্দবদ্ধ ও সাবলীল ভাষায় মন্ত্রমুগ্ধ শব্দচয়নে রচিত এই কবিতাগ্রন্থটি পাঠ করলে আমাদের আগামী প্রজন্ম খুব সহজেই জানতে পারবে বাঙালি জাতির হাজার বছরের গর্বিত সব অর্জন সত্য-সঠিক ইতিহাস। কিভাবে বঙ্গবন্ধুর ডাকে মাটি ও মানুষকে ভালােবেসে আপন জীবন বিলিয়ে দেয় ত্রিশ লক্ষ প্রাণ স্বাধীনতার দৃঢ় প্রত্যয়ে, মুক্তির অপ্রতিরােধ্য সংগ্রামে।
বই পাঠের মাধ্যমে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রতিটি শিশু-কিশাের বেড়ে উঠবে আলােকিত আগামী বিনির্মাণে- এটা আমাদের বিশ্বাস।
Read More