"জাপান প্রবাস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জাপান-বাংলা সম্পর্কের ইতিহাসে একজন। উল্লেখযােগ্য ব্যক্তি হলেন যশাের জেলার মথুরাপুর গ্রামের মন্মথনাথ ঘােষ (১৮৮২-১৯৪৪)। নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেব রায়ের আর্থিক সহযােগিতায় চিরুনি ও বােতাম তৈরি বিষয়ক জ্ঞান অর্জনের জন্য তিনি জাপান যান। রওনা দেন ১৯০৬ সালের ১ এপ্রিল। আর তার জাপান বিষয়ক প্রথম গ্রন্থ জাপান-প্রবাস প্রকাশিত হয় ১৯১০ সালে। জাপানের অভিজ্ঞতা নিয়ে তিনি আরাে রচনা করেন নব্য-জাপান ও সুপ্ত-জাপান।
১৯১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান ভ্রমণের পূর্বে হরিপ্রভা তাকেদার বঙ্গমহিলার জাপান যাত্রাকে বাংলা ভাষায় রচিত জাপান সংক্রান্ত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ মনে করা হলেও সাম্প্রতিক গবেষণায় এটি সুস্পষ্ট যে হরিপ্রভার পূর্বে বহু বাঙালি জাপান ভ্রমণ করেছেন এবং জাপান বিষয়ে গ্রন্থও রচনা করেছেন। এ ক্ষেত্রে মন্মথনাথ ঘােষ বিশেষ গবেষণার দাবীদার।
জাপান-বাংলা সম্পর্কের ইতিহাস শতাব্দী পার করেছে। শতবর্ষের ইতিহাসটাকে পূর্ণ আলােয় ধরার চেষ্টা করা আমাদের কর্তব্য। তা না হলে আমাদের নিজেদের অতীত হয়ে পড়বে খণ্ডিত। যা কোন স্বাধীন জাতির কাম্য হতে পারে না। দীর্ঘকাল লােকচক্ষুর অন্তরালে থাকা শতবর্ষ প্রাচীন এ গ্রন্থটির পুনঃপ্রকাশ নিঃসন্দেহে জাপানের সাথে বাংলাদেশ তথা বাঙালির ইতিহাসের নতুন দ্বার উন্মােচনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
Read More