শিকাগো বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার চাপের বেড়াজালে তলিয়ে যেতে যেতে একদিন আশিক টের পান, তাঁর দীর্ঘদিনের প্রেমিকা-স্ত্রী রুমা ও ল্যাটিনো যুবক লিওনেলের গোপন অভিসারের ইতিবৃত্ত। ব্যাপারটা তাঁর কাছে অসহনীয় হয়ে পড়লে লেখাপড়া শেষ না করেই শিকাগো ছেড়ে সরাসরি গ্রামে চলে এসেছিলেন আশিক চৌধুরী। বিধবা মায়ের কাছে। রুমানাকে না জানিয়ে। রুমানা থেকে গেলেন সেখানেই।
আশিকের জীবনে মহুয়া আসে অভাবনীয় সুখের ডালি সাজিয়ে। কিন্তু তা যে হয় বড় ক্ষণস্থায়ী। দীর্ঘ চৌদ্দ বছর পর চিরশীতের শহর থেকে লিখেছেন রুমানা। তিনি এখন নিঃসঙ্গ। আশিক আবার ব্যাগ গোছালেন। ফিরে যান শিকাগোতে।দীর্ঘ চৌদ্দ বছর পর ভেঙে যাওয়া সম্পর্ক কি আবার জোড়া লাগবে?
Author Information
Rezaur Rahman- জন্ম ১৯৪৪, ঢাকা। লেখালেখির শুরু স্কুলজীবন থেকে। প্রথম লেখা ছাপা হয় ১৯৬২-তে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেছেন ১৯৬৫ সালে। চেক বিজ্ঞান একাডেমি, গ্রাগ থেকে ১৯৭৯ সালে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবনের শুরু। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান-গবেষক হিসেবে ১৯৬৬-২০০২ পর্যন্ত নিয়োজিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন (১৯৯১-২০০৫)। বর্তমানে নিয়মিত সাহিত্যচর্চায় নিবেদিত। পাশাপাশি তিনি লিখেছেন স্নাতকোত্তর মানের পাঠ্যপুস্তকসহ ১৫টি জনপ্রিয় বিজ্ঞানগ্রন্থ। লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধও।