Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Maleka Begum books

follower

মালেকা বেগম

(জন্ম-১৯৪৪) বাংলাদেশের একজন বিশিষ্ট নারী নেত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স্ (১৯৬৫), এমএ(১৯৬৬)এবং সমাজ বিজ্ঞানে এমএ (১৯৬৮)ডিগ্রী অর্জ্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ১ম পর্ব্ (১৯৯৩) শেষে ‘যৌতুক: বাংলা সাহিত্যে ও সমাজে প্রতিফলন বিষয়ে পিএইচডি অভিসন্দর্ভ্ রচনা করেন। ১৯৬০-এর দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী, ডাকসু’র নির্বাচিত সদস্য এবং রোকেয়া হলের ভিপি’র দায়িত্ব পালন শেষে (১৯৬৮)মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নারী আন্দোলনে যুক্ত হন। ১৯৬৯ সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত মহিলা সংগ্রাম পরিষদ’ ও ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ‘পূর্ব্ পাকিস্তান মহিলা পরিষদ’- এর সাধারণ সম্পাদিকা ছিলেন। ১৯৭২ সাল থেকে ‘বাংলাদেশ মহিলা পরিষদ’র প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। নারী উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে বেইজিং বিশ্ব নারী সম্মেলনের (১৯৯৫) আগে ও পরে আজ পর্যন্ত নারী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। পেশাগতভাবে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ’ বিভাগের খণ্ডকালীন নিয়মিত শিক্ষক্ এবং ‘সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যা্পক হিসেবে কর্ম্রত। ৬০’এর দশকে থেকে লিখছেন অব্যাহতভাবে বইয়ের সংখ্যা ৩০। বেতার ও টিভিতে নিয়মিত আলোচক। ‘আমি নারী’ চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখক। সুফিয়া কামালের দুটি গল্পের নাট্যরূপ দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনে।

মালেকা বেগম এর বই সমূহ

(Showing 1 to 36 of 36 items)

Recently Viewed