mega fest banner
bornomala bike

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Book Fair 2024 center banner image
Naser Rahman books

follower

নাসের রহমান

জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামের তােরাবিয়া পরিবারে। পড়াশােনা শুরু গ্রামের স্কুলে। করােনেশান মডেল হাই স্কুল হতে এসএসসি, চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তারপর প্রবেশনারি অফিসার হিসাবে জনতা ব্যাংকে যােগ দেন। সর্বশেষ জনতা ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে রূপালী ব্যাংকে কর্মরত আছেন। নাসের রহমান আমাদের কথাসাহিত্যভুবনের এক প্রাণবন্ত কথাকার। সহজ গদ্যরীতি তার অধিগত। শব্দচয়নে, বাক্যগঠনে, সর্বোপরি গল্পকথনে তিনি ছড়িয়ে দিতে পারেন। জীবনের তাবৎ সুগন্ধ। সেই গন্ধের আকর্ষণে মােহগ্রস্ত না হয়ে উপায় নেই। মানুষের বিচিত্র সম্পর্ক, হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট, একাকিত্ব, প্রকৃতি-নিসর্গ তাঁর রচনার অনুষঙ্গ। আবার সব কিছুকেই ছাপিয়ে মহান ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিকতাবােধে উদ্দীপ্ত করে তার এসব গল্প। জীবনকে ইতিবাচক দৃষ্টিতে অবলােকনে অভ্যস্ত কথাশিল্পী নাসের রহমান মানবিক মূল্যবােধসম্পন্ন বিষয়ের উপর আলাে রেখে। গল্প তৈরি করতে প্রয়াসী হয়েছেন, যা আমাদের কথাসাহিত্য এক ভিন্ন মাত্রার সংযােজন। বহুমুখী প্রতিভার অধিকারী নাসের রহমান প্রমিত উচ্চারণ ও অপূর্ব সুন্দর কথা বলার গুণেও সমৃদ্ধ। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে দীর্ঘদিন থেকে সংবাদ পাঠ করছেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ বনময়ুয়ের কান্না, শব্দের চোখে জল, এক টুকরাে রােদ, স্বপ্নের অজস্র আলাে, আনন্দ মেঘ, আলােঝরা বনপথ; অনু-উপন্যাস নিশীথে নীল জ্যোৎস্না, ছিন্ন মেঘের ছায়া, স্বপ্নকানন; ছােটদের গল্পগ্রন্থ ফুলের গায়ে রােদের ছোঁয়া ও রুপােলি মেঘের চাদ পাঠকমহলে সমাদৃত হয়েছে।

নাসের রহমান এর বই সমূহ

(Showing 1 to 15 of 15 items)

Recently Viewed