রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে হলেও পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশােনা শেষে পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি ভাষাতত্ত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতাকে পেশা এবং লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সঙ্কলনে বেশ কিছু মৌলিক ও অনুবাদ গল্প লেখার পাশাপাশি লিখেছেন একাধিক টিভি নাটক। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তার মৌলিক-ধূলার উপন্যাস ২৫শে মার্চ, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে এবং আরােহী ও অন্ধ প্রহর। এছাড়াও অনুবাদ করেছেন দ্য লাস্ট টেম্পলার, নাে ইজি ডে, ম্যাপ অব বােন ও অ্যালং কেইম অ্যা স্পাইডার। খুব শিঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার মৌলিক-ধূলার ব্ল্যাক বুদ্ধা, একটি গল্প বলতে চাই, ঢাকা ১৮৫৭ ও সিপাহী। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।