Jose Saramago Books: হোসে সারামাগো এর বই সমূহ | Rokomari.com
Jose Saramago books

হোসে সারামাগো

জোসে সারামাগো ১৯২২ সালের ১৬ই নভেম্বর পর্তুগালের আজিনহা গ্রামের এক কৃষ্ণাঙ্গ পরিবারে জন্ম গ্ৰহণ করেন। তার লেখক জীবন শুরু ১৯৪৭ সালে প্রকাশিত তেরীরা দো পোকাদো উপন্যাস দিয়ে। এরপর করেননি। ১৯৭৬ সালে তার দ্বিতীয় উপন্যাস ম্যানুয়াল অভ পেইন্টিং অ্যান্ড ক্যালিগ্রাফি প্রকাশিত হলে স্বয়ং সারামাগো ও সমালোচকবৃন্দ তাঁর প্রথম দিকের রচনার গঠনমূলক দিক ও স্বতন্ত্র মানের দিকে বিশেষ নজর দিলেও তার অধিকাংশ পাঠক ১৯৮২ সালের প্রকাশিত পাঠকপ্রিয়তা বাড়িয়ে দেয়। ১৯৯১ সালে তার দ্য গস্পেল অ্যাকডিং টু জেসাস ক্ৰাইষ্ট প্রকাশিত হলে দারুণ হৈচৈ পড়ে যায়। বইটি ক্যাথলিক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এই অজুহাতে বইটির বিবেচনার বিরোধিতা করে। তখন সারামাগো সন্ত্রীক স্পেনের ল্যানজারো দ্বীপপুঞ্জে পাড়ি জমান, এবং সেখানে বাস করতে থাকেন । ১৯৯৫ সালে তার ব্লাইন্ডনেস, ১৯৯৭ সালে অল দ্য নেমাস, দ্য টেল অভ অ্যানানোউন আইল্যান্ড, ২০০২ সালে দ্য কেভি, ২০০৪ সালে দ্য ডাবল ২০০৬ সালে সিয়িং ও ২০১০ সালে দ্য এলিফ্যান্ট'স জানি প্রকাশিত হয়। এইসব রচনা দার্শনিক নীতিগর্ভ রূপক কাহিনীতে সমৃদ্ধ যা তাঁর আগের রচনার সাথে যথেষ্ট পার্থক্য তুলে ধরে।

Sort By

Filter

হোসে সারামাগো এর বই সমূহ