Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sayed Akram Hossain books

followers

সৈয়দ আকরম হোসেন

‘তােমার অভিসারে" এর গ্রন্থ রচয়িতা কবি আকরাম হােসেন। ১৯৫৪ ইং সনে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখােলা গ্রামে এক মুসলিম সম্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মরহুম আজগর আলী ও মাতা মােছাঃ মেহেরুন নেসা। কবি আকরাম হােসেন ধানীখােলা মডেল প্রাইমারী স্কুলে লেখাপড়া শুরু করেন এবং ১৯৬৫ ইং সালে প্রাথমিক শিক্ষা শেষ করে ধানীখােলা উসমানীয়া হাইস্কুলে ভর্তি হন। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৬৮ সালে চুরখাই নাজিরাবাদ হাইস্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়ে তিনি ১৯৭০ ইং সনে এস.এস.সি. পাশ করেন। ১৯৭২ ইং সনে আলমগীর মনসুর (মিন্টু) মেমােরিয়াল কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৫ ইং সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৬৯ ইং সনের গণ-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ছয়দফা ও এগারাে দফা আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীদের নেতৃত্ব দেন ও সর্বদাই তিনি সংগ্রামী ভূমিকা পালন করেন। ১৯৭১ ইং সনের মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বি.এল.এফ.-এর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮০ ইং সনে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রতিযােগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৩ ইং সনে সাব-রেজিস্ট্রার পদে যােগদান করেন এবং অদ্যাবধি তিনি উক্ত পদে অধিষ্ঠিত আছেন। তিনি কৈশাের জীবন থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। ১৯৯৬ ইং সনে একটি ফুলের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ রচনা করে সুধী মহলে প্রশংসিত হন। 'বঁধুয়া তাঁর দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। 'তােমার অভিসারে' তাঁর ততীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। তার অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা চার । তিনি বহু সংখ্যক কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প ও উপন্যাস লিখেছেন। তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সহিত জড়িত রয়েছেন। তিনি ভাটির অঞ্জলি' সাহিত্য সংকলন-এর নির্বাহী সম্পাদক ছিলেন।

সৈয়দ আকরম হোসেন এর বই সমূহ

(Showing 1 to 25 of 25 items)

Recently Viewed