Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Tahmina Akter Tamanna books

follower

তাহমিনা আক্তার তামান্না

তাহমিনা আক্তার তামান্না। কুমিল্লা জেলার, নাঙ্গলকোট উপজেলার পৌরসভাধীন দাউদপুর গ্রামে, ০৫/০৬/১৯৮৯ সালে, সম্রান্ত বংশীয় এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে। তার পিতার নামঃ মরহুম মীর গােলাম মােস্তফা। তিনি পেশাগত ভাবে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। এবং কুমিল্লা চকবাজারস্থ সুজানগর বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘ বৎসর যাবত ইমামতি করেছেন। তার মা নুরুন্নাহার বেগম। একজন গৃহীনি। তাহমিনা আক্তার তামান্না, ব্র্যাক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। ২০০৬ সালে ধাতীশ্বর এ.ডি.এম স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পাশ করেন। ২০০৮ সালে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। ২০১০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স এ ভর্তি হন। দূর্ঘটনা জনিত কারণে অনার্স ফাইনাল করতে পারেননি। তাহমিনা আক্তার তামান্না, মাধ্যমিক শিক্ষা জীবন থেকেই কবিতা লিখা শুরু করেছে। মূলত সে কবিতা লিখে। আসলে কবিতা লিখেছে সে। তার কবিতা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর, তা সুশীল সমাজের নজরে আসে। সুশীল সমাজের উৎসাহ ও পরামর্শ ক্রমেই সে প্রথম এ বইটি প্রকাশ করেন। সে, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে, কম্পিউটার অপারেটার হিসেবে চাকুরি করেছে। বর্তমানে ঘরােয়া পরিবেশে সে একটি কম্পিউটার সেন্টার পরিচালনা করছে। সংসার জীবনে সে এখনাে যায়নি। সে একজন কলমী যােদ্ধা হিসেবে, বাকী জীবন যেন সাহিত্য সেবা করে অতিবাহীত করতে পারে। মহান রবের নিকট তাই প্রত্যাশা করছি। | আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

তাহমিনা আক্তার তামান্না এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed