mega fest banner
bornomala bike

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Book Fair 2024 center banner image
Muhammad Asaduzzaman books

followers

মুহম্মদ আসাদুজ্জামান

Mohammed Asaduzzaman
মোহাম্মদ আসাদুজ্জামান। জন্ম ১লা জানুয়ারি ১৯৫৭ শেরপুর জেলাস্থ শ্রীবরদী উপজেলাধীন কাকিলাকুড়া ইউনিয়নের গড়খোলা গ্রামে নানাবাড়িতে। পিতার নাম মোহাম্মদ আখতারুজ্জামান সরকার (ছোট মিয়া) এবং মাতার নাম রমিছা খাতুন। নিজ বাড়িতে দাদার গড়া মক্তবে লেখা-পড়ায় হাতেখড়ি। গরবীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরবীকুড়া এ.কে. উচ্চ বিদ্যালয়, টেঙ্গুরপাড়া উচ্চ বিদ্যালয় এবং জামালপুর আশেক মাহমুদ কলেজে তিনি অধ্যয়ন করেন। ১৯৭৯ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর এবং পরবর্তীকালে এল.এল.বি. ডিগ্রি লাভ করেন। বিশিষ্ট কবি, সংগীত পরিচালক মোঃ হাবিবুর রহমানের কাছে ১৯৭২ সালে সংগীতে তালিম নেয়া শুরু করেন। ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে রবীন্দ্রসংগীত ও লোকসংগীত বিষয়ে পাঁচ বছর মেয়াদি দুটো সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ তিনি। বিশ্ব নাট্যজন রামেন্দু মজুমদারের হাত ধরে থিয়েটার নাট্যগোষ্ঠীর হয়ে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন ১৯৮১ থেকে। দেশ-বিদেশের মঞ্চে অভিনয় করে বিশেষভাবে প্রশংসিত হন। মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার, কণ্ঠশিল্পী এবং নাট্যশিল্পী। বর্তমানে তিনি ডিজিটাল ফিল্ম পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। সাহিত্যের সকল শাখায় মোহাম্মদ আসাদুজ্জামানের স্বচ্ছন্দ বিচরণ। সত্তর দশকের প্রথম দিকে কবিতা দিয়ে তাঁর সাহিত্যচর্চা শুরু। কবিতা দিয়ে শুরু হলেও গীতিকবিতা ও গল্পে আসাদুজ্জামান বিশেষ কৃতিত্বের দাবিদার।

মুহম্মদ আসাদুজ্জামান এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed