best_seller

প্রিয় প্রকাশক ও লেখক এবং সংশ্লিষ্ট টিম; রকমারি ডট কম খুব আনন্দের সাথে জানাচ্ছে যে গত বছরের অসামান্য সাফল্যের পর এ বছরও রকমারি আয়োজন করতে যাচ্ছে ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড’। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা সম্মাননা জানাতে চাই রকমারি বইমেলার বেস্টসেলার বইকে। রকমারি অনলাইন বইমেলা উপলক্ষে পাঠকপ্রিয় বেস্টসেলার ১০ বইকে এই সম্মাননা দেয়া হবে। বইয়ের লেখক, প্রকাশকসহ পুরো টিমের জন্যই থাকছে এই সম্মাননা। সেরা ১০ বইকে রকমারি ডট কমের পক্ষ থেকে দেয়া হবে বেস্টসেলার ব্যাজ ও সার্টিফিকেট। বইমেলা এবার কাটুক রকমারির সঙ্গে...