আনন্দ পাবলিশার্স এর সেরা বই সমূহ। Anando Publishers Popular Books (28 Products)

By: Rokomari.com 25 May 2019

লেখক পান্ডুলিপি লিখে। তার এই পান্ডুলিপিকে শিল্প এবং কারিগরের ছোঁয়ায় যে বা যারা বইয়ের আকারে রূপ দেয় সেটিই হলো প্রকাশনী। প্রকাশনীর কাজ শুধু বই ছাপানোই নয়, পরম যাতে সেটিকে পাঠকের দুয়ারে পৌছে দেয়া এবং এর জন্য যা যা দরকার সবই তাকে করতে হয়। পাশাপাশি বইয়ের মান ও পাঠকের রুচির কথাও মাথায় রাখতে হয়। কারণ একটি বই যতো ভালোই হোক তার পরিবেশন যদি খারাপ হয় তবে পাঠক কখনোই সেটিকে সাদরে গ্রহণ করতে পারে না। আনন্দ পাবলিশার্স ভারতের একটি প্রকাশনা প্রতিষ্ঠান হলেও বাংলাদশেও এর প্রচুর পাঠক রয়েছে। কারণ আনন্দ পাবলিশার্স এর বই পাঠকের রুচি ও ভালো লাগার বিষয়টি মাথায় নিয়েই প্রকাশ পেয়ে থাকে। ভারতের পাশাপাশি আমাদের দেশেও আনন্দ পাবলিশার্স এর বই সমূহ পাওয়া যায়। রকমারি ডট কম আনন্দ পাবলিশার্স এর বইয়ের তালিকা সমূহ প্রণয়নের পাশাপাশি বিপননের মাধ্যমে আনন্দ পাবলিশার্স এর বই সমগ্র নিয়মিত পাঠকের হাতে তুলে দেয়ার চেষ্টা করে যাচ্ছে।

  • Sort By:

Recently Viewed