বইমেলা - ২০২০ এর সকল নতুন বই সমূহ (38 Products)

By: Rokomari.com 18 Jan 2020

আসছে একুশে বই মেলা ২০২০, বছরের শুরুতেই বইমেলার এক অন্যরকম আনন্দ ও উচ্ছ্বাস কাজ করে সকলের মাঝেই। বইমেলা শেষের পরে থেকেই আবারো শুরু হয়ে যায় বই মেলার অপেক্ষা। অপেক্ষা করতে হয় পুরো এক বছর। কি কি বই কেনা প্রয়োজন,লিস্ট বানানো শুরু হয়ে যায় বছরের শুরুতেই। কোন কোন রাইটারের নতুন বই বের হবে প্রশ্ন থাকে মনের মধ্যে। সারা বছর বই কেনা হলেও একুশে বইমেলায় বই কেনার অন্যরকম এক আনন্দ থাকে মনের মধ্যে। ২০২০ এর একুশে বইমেলা ২০২০ এর সেরা বই কোনগুলো হবে ? ২০২০ বইমেলায় কি কি নতুন বই থাকবে এই বিষয়ে উত্তেজনা থাকে সকলের মাঝেই। বই মেলায় গিয়ে যখন দেখা হয়ে যায় লেখকের সাথে তখন মনে হয় জীবনে না পাওয়ার মতো আর কিছু নেই, আর যদি হয় পছন্দের লেখক যার লেখা বই আপনার পড়তে খুব ভালো লাগে তাহলে তো কথাই নেই। একুশে বই মেলায় গেলে জানা যায় কত কত বই প্রেমিক রয়েছে। বিশেষ করে শিশুদের অবশ্যই বই মেলায় নিয়ে যাওয়া উচিৎ। একুশে মেলার মহল তাদের মাঝে জাগাতে পারে বই পড়ার উৎসাহ। শিশুরা নিজেদের পছন্দে কিনে নিতে পারে বই নিজেদের জন্য। লেখকদের সাথে দেখা হলে একটা অটোগ্রাফ যেন অধিকার আমাদের। আর যদি কথোপকথনের সুযোগ হয়ে যায় তবে তো “সোনা তে সোহাগা”। বই মেলায় অনেক হই হুল্লোড় থাকলেও তার মধ্যেই একটা ভালোলাগা থাকে, একটা আনন্দ থাকে। অনেকগুলো স্টলে ঘুরে ঘুরে বই কেনার এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি হয়। অনেক সময় পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায় বই মেলায় বই কিনতে গিয়ে। কথোপকথন হয় অতীতের দিনগুলো নিয়ে। স্টলের দায়িত্বে যারা থাকেন তাদের কাছে বই সম্পর্কে অনেক কিছু জানা যায়। একুশে বই মেলার সুবিধা আসলে বলে শেষ করার মত না। বই পাঠকদের জন্য এই সময়টা অনেক জরুরি। বই প্রেমিরা খুবই উপভোগ করে একুশে বই মেলা।

  • Sort By:

Recently Viewed