ব্র্যান্ডিং, মার্কেটিং এর জন্য বাংলাভাষায় লিখিত কিছু সেরা বই (6 Products)

By: mahmudul hasan sadi 16 Jun 2020

বই পড়ার সঙ্গে কি সফলতার কোনো সম্পর্ক আছে? আছে নিশ্চয়ই। কারন বিশ্বজুড়ে যারা সফল মানুষ তারা প্রত্যকেই প্রচুর বই পড়েন। যেমন, মার্কিন উদ্যোক্তা ওয়ারেন বাফেট প্রতিদিন অন্তত ৫০০ পৃষ্ঠা পড়েন। বিল গেটস শুধু পড়েনই না, তাঁর পড়া বইগুলো নিয়ে নিজের ব্লগে নিয়মিত লেখেন। অন্য দিকে অনেক মানুষও অনেক আছেন, যাঁরা প্রচুর বই পড়েন, কিন্তু সফল নন। তাহলে? বই পড়া শুধু নিছক আনন্দের মাধ্যম না হয়ে তা থেকে যদি শেখা যায় তাহলে তো সেটা বোনাস। আর আপনি যদি কর্মক্ষেত্রে নিজেকে আরোও একটু উন্নত করতে চান, আরোও বেশী কর্মক্ষম হতে চান এবং নিজের ভিতর চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে চান তাহলে জানার চেষ্টা করাটাই হতে পারে মূল লক্ষ্য।

  • Sort By:

Recently Viewed