Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdullah-Al-Noman books

follower

আবদুল্লাহ-আল-নোমান

আবদুল্লাহ-আল-নোমান জন্ম তারিখ ১৮ই অক্টোবর। বাবা মোঃ নজরুল ইসলাম এবং মা তাছলিমা খাতুন। লেখালেখি করছেন অর্ধযুগ ধরে। এই অর্ধযুগে বইয়ের কোয়ান্টিটি বাড়ানো অপেক্ষা কোয়ালিটি বাড়ানোর বাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন। নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। অনেক চড়াই উত্রাই পার হয়ে খুব ছোট হলেও নিজস্ব একটা পাঠক সমাজ দাড় করিয়েছেন। মানুষ হিসেবে ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। কিছুটা অলসও বটে। যেকোন পরিবেশ, পরিস্থিতিতে নিজেকে দ্রুত খাপ খাওয়াতে পারেন। সহজাত নেতৃত্ব গুণাবলি আছে। মানুষকে খুব বিশ্বাস করেন। যে কারো বিপদে আপদে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন। আর কিছু পারেন বা না পারেন অন্তত সৎ পরামর্শ দেন। সাহস দেন। সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। স্বাধীনচেতা, একরোখা, বদরাগী এ বিশেষণগুলো লেখকের সাথে ছোটবেলা থেকেই ফেউয়ের মত লেগে আছে। তবে প্রপার লজিকাল গ্রাউন্ড ছাড়া রাগ করেন না। একেবারে সাদাসিধে চলাফেরা করেন। সোজাসাপ্টা কথা বলেন। ভীষণ সিরিয়াস মাইন্ডেড লেখকের প্রিয় মুখের বাইরে কারো সাথে অকারন আড্ডা দিতে কিংবা কথা বলতেও অনীহা। পেশাদারী পরিবেশে কাজ করতে পছন্দ করেন। ব্যতিক্রম কিছু করতে সবসময় চেষ্টা করেন। নিজের আলাদা জগত নিয়ে বেশিরভাগ সময় একা থাকতে চান। প্রিয় শখ বই পড়া। অবসরে গান শুনতে পছন্দ করেন। প্রকাশিত বই সমূহঃ অবাক ভালোবাসা, হৃদয় মাঝে লুকিয়ে ছিলে, আমার পরান যাহা চায়, তুমি আমার শুধু আমার, রুহক, রহস্যময় সৌরজগত, মহাকাশ ও বিজ্ঞান ইত্যাদি।

আবদুল্লাহ-আল-নোমান এর বই সমূহ

(Showing 1 to 10 of 10 items)

Recently Viewed