Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sakil Mahmud books

follower

শাকিল মাহমুদ

কবিতাই শাকিলের মুক্ত প্রকাশের একমাত্র মাধ্যম। কবিতাকে বিশ্বাস করেন, মূল শক্তি-সাধনা হিসেবে। ১৯৯৭ সালে প্রথম লেখায় হাতেখড়ি। তারপর গত ১৫ বছর ধরেই লিখে চলছেন। এ যাবৎ বিভিন্ন। পত্রপত্রিকায় তার প্রকাশিত লেখার সংখ্যা প্রায় তিন হাজার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক । সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ায় কাজ করেছেন, ৫ বছর। এরপর বাংলাদেশ প্রতিদিনের শুরুতে সহসম্পাদক হিসেবে কাজ করেছেন, কিছুদিন। তার হাতেই যাত্রা বাংলাদেশ প্রতিদিনের ছােটদের পাতা-ডাংগুলি। বাংলা একাডেমী তরুণ লেখক প্রকল্প-২০১০ এ প্রথম ব্যাচে অংশ নিয়েছেন তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫ টি। ২০০৬ এ বের হয়, তার প্রথম ছড়ার বই ‘প্রজাপতির নীল ডানা'। এরপর ২০১০ সালে বের হয় প্রথম কবিতার বই ‘তােমার ছোঁয়ায় ভেঙেছিলাে বুদ্ধের ধ্যান’ ; ২০১১ তে বের হয়, ছােটদের আরেকটি বই ‘ছােটদের লেখালেখি ও সাংবাদিকতা। আর সবশেষ ২০১২ সালের বইমেলায় বের হয় প্রথম উপন্যাস ‘মেয়েটি মিডিয়াকর্মি হতে চেয়েছিলাে'; ২০১৩ তে বের হয়, কিশাের কবিতার বই ‘স্বপ্নবােনা টাটুঘােড়া'। শিশু অধিকার বিষয়ক রিপাের্টিংয়ের জন্য রেডিও সাংবাদিকতায় ২০১২ সালে পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। ঘুরেছেন- অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। বর্তমানে দেশের জনপ্রিয় এফএম রেডিও স্টেশন, রেডিও টুডে'র সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত। এছাড়া ছােটদের পত্রিকা নতুনপাতার নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন।

শাকিল মাহমুদ এর বই সমূহ

(Showing 1 to 8 of 8 items)

Recently Viewed