Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mehenaj Parvin (Meghla) books

follower

মেহেনাজ পারভীন (মেঘলা)

মেহেনাজ পারভীন মেঘলা। প্রকৃতিপ্রেমী ও মানবতাবাদী কবি, কথাসাহিত্যিক ও গল্পকার মেহেনাজ পারভীন মেঘলা ২১ জানুয়ারি রংপুর। জেলার বদরগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা মাে. খায়রুল ইসলাম, মাতা রওশন আরা বেগম। শিক্ষকতা পেশায় নিয়ােজিত লেখক মেহেনাজ পারভীন মেঘলা বর্তমানে। দিনাজপুরের ছােট গুড়গােলায় একমাত্র কন্যা আফসারা মালিহা শৈলী ও স্বামী আব্দুল্লাহ হিল সাঈদের সাথে বাস করেন। মেধাবী এই লেখক সমাজবিজ্ঞানে ষষ্ঠ স্থানে স্নাতকোত্তর ডিগ্রি, এলএলবি ডিগ্রি ও ডিএইচএমএস -এ ৯ম স্থান ও বি.এড পরীক্ষায় ‘এ’ গ্রেড লাভ করেন। তিনি ছাত্রাবস্থায় ২০০৬ ও ২০১০ সালে দুবার বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্রেষ্ঠ পাঠক হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ স্যার এর কাছ থেকে পুরস্কার নিয়েছেন এবং দেয়াল পত্রিকার জন্য প্রথম পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশের ‘ডিজিটাল সাহিত্য আড্ডা’ থেকে। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে গুণিজন সংবর্ধনা পেয়েছেন। তিনি ইংরেজিতে কবিতা লিখেও অনেক সনদপত্র ও সম্মাননা অর্জন করেছেন । তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম ভালােবাসার কুঁড়েঘর’, দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘এক ব্যালকনি প্রেম'। তাঁর লেখা ছড়ার বই- “শিশুর চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। তাছাড়া প্রচুর যৌথ কাব্যগ্রন্থে তাঁর কবিতা গ্রন্থিত হয়েছে। তিনি সম্পাদনা করেছেন যৌথ কাব্যগ্রন্থ ‘নীল। সময়ের আলপনা, ছড়ার বই ‘শিশুর চোখে স্বপ্ন নাচে। তিনি দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিতভাবে কবিতা ও গল্প লিখে আসছেন।

মেহেনাজ পারভীন (মেঘলা) এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed