Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ahasan Habib books

follower

আহসান হাবিব

আহসান হাবিব। জন্ম ৫ অক্টোবর, ১৯৬৩। মহকুমা শহর মাদারীপুরে। লেখাপড়া মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকার নটরডেম কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে। পেশায় প্রকৌশলী।কর্মজীবন কেটেছে এলজিইডিতে। লেখালেখির প্রস্তুতি সেই শৈশব থেকে। শুরু দুরন্ত যৌবনে—কর্মজীবনে মনোনিবেশের আগেথেকে। সরকারি চাকরিতে ঢুকে দেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। সেই সুবাদে প্রান্তিক মানুষের সাহচর্য পেয়েজীবনের বোধ ঋদ্ধ হয়েছে। দেখেছেন দারিদ্র্য, মানুষের সংগ্রামী জীবন, ঘুড়ে দাঁড়ানোর নিরন্তর প্রয়াস, সমৃদ্ধি। উপলব্ধি করেছেনমানসিক দ্বন্দ্ব, দ্রোহ, জীবন-সরলতার সঙ্গে প্রেমের মিথস্ক্রিয়া। এসব দিয়েই পূর্ণ হয়েছে দীর্ঘ অভিজ্ঞতার থলি। লেখালেখির শুরু ছোটগল্প দিয়ে। ২০০৬ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘পূর্ণিমায় মেঘ’। তারপর দীর্ঘদিন প্রকাশনায় বিরতি, তবে লেখা চলেছে অবিরাম। সরকারি কাজের পাশাপাশি শিল্প-সংস্কৃতির সঙ্গে ছিলো নিয়মিত সম্পৃক্ততা। বাংলাদেশেরস্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচনা করেছেন নৃত্যনাট্য ‘বিজয়ের ইতিহাস’ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউপলক্ষ্যে নৃত্যনাট্য ‘ভাষার জন্য’। এগুলো বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। ২০২০ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ‘ফানুস ওড়ানো খেলা’। এরপর আরো তিনটি কাব্যগ্রন্থ—২০২১-এ ‘কানামাছি দিন’, ২০২২-এ ‘হারিয়ে যাওয়া পায়ের চিহ্ন’ এবং২০২৩-এ ‘পাষাণের চোখে নোনাজল’। আবৃত্তিতে অনন্ত অনুরাগ। ‘কথা’ আবৃত্তি চর্চা কেন্দ্রের একসময়ের সদস্য। চাকরিজীবনশেষে এখন লেখালেখিতে পূর্ণ অভিনিবেশ।

আহসান হাবিব এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed