“রহস্য উপন্যাস (১ খণ্ড)” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
রহস্য-উপন্যাস ‘অপরাধী চিহ্ন রাখেনি’র মধ্যবয়স্ক প্রধান চরিত্রটি স্বপ্ন দেখাতে পারত। যারা দেখত, তারা আবার সেই স্বপ্নকে সত্যি বলে ধরে নিত। তারপর। এক-একদিন এক-একজন শিকার টাকাপয়সা ও সম্পত্তির দলিলসমেত উধাও হয়ে যেত। উধাও না নিশ্চিহ্ন? খটকা লেগেছিল শর্মিলার। এই রূপসি মেয়েটিও তাকে দেখানাে স্বপ্নকে সত্যি বলে ধরে নিয়েছিল। ভেবেছিল, ওই মানুষটির সাহায্য নিয়ে শিগগিরই সে সিনেমা-জগতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাবে। কিন্তু নিশ্চিহ্ন হওয়ার পথে হঠাৎই একদিন সে-ও খানিকটা এগিয়ে গিয়েছিল। ওকে বাঁচাল গােয়েন্দা চিন্ময়। শুধু বাঁচানােই নয়, ভয়াবহ এক চক্রান্তের জাল ছিড়ে ধরে ফেলেছিল অপরাধীদের। ‘কালাে মেঘের ছায়া’, আর-এক রােমাঞ্চকর রহস্যকাহিনি। সুন্দরী অন্ধ মেয়ে শিপ্রার অপহরণ হওয়ার পর থেকেই ঘটনাক্রম বিপজ্জনক বাঁক নিতে শুরু করেছিল। তদন্তে নেমেছিল একটি প্রতিবন্ধী ছেলে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে। রক্ত হিম-করা নানান ঘটনা ঘটার পরে ধরা পড়ে কুখ্যাত এক মাফিয়াচক্র। ফাঁস হয় নারী-পাচার, কদর্য লালসা মেটাবার ছক ও মাদক চালানের বৃত্তান্ত। ধরা পড়ে অন্ধকার জগতের মানুষগুলাে। ‘আঘাত যখন শেষবেলায়’ উপন্যাসের শিকার ধনী ও নিঃসঙ্গ প্রবীণরা। চোরা পথে নিভে যাচ্ছিল একটির-পর-একটি জীবন। রহস্যময় শেষ মৃত্যুটি ঘটার পরেই মঞ্চে এল গােয়েন্দা কৌশিক। আলাে পড়তে লাগল সব ঘটনায়। অবশেষে উন্মােচিত হল গা-ছমছমে হত্যাকাহিনি। ধরা পড়ল নৃশংস অপরাধীরা।
Read More