লেখক পরিচিতি:
কবি এ এম আসিফ রহিম বিগত ১৯৬৭ সালে তদানীন্তন ঢাকায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৮৩ সালে। বনানী বিদ্যানিকেতন ঢাকা হইতে এসএসসি পাশ করেন পরবর্তীতে নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাশ করেন ১৯৮৫ সালে। এরপর কবি ১৯৯৩ সালে ঢাকা মেডিকেল কলেজ হইতে এমবিবিএস পাশ এবং ১৯৯৫ সালে ১৫শ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে তৃনমল পর্যায় থেকে সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করিয়া আসিতেছেন জনগনের চিকিৎসা সেবায়। তিনি ২০০৮ ইং এ ঢাকার জাতীয় হৃদরােগ ইনষ্টিউট হইতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চিকিৎসার শাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রী এম এস (মাষ্টার অফ সার্জারী) লাভ করেন সিভিটিএস (কার্ডিওভাস্কুলার এন্ড থােরাসিক সার্জারী) বিষয়ে।। ২০১৬ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক পদোন্নতি লাভ করিয়া সহকারী অধ্যাপক কার্ডিয়াক সার্জারী হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ এ যােগদান করেন এবং অদ্যাবধি কর্মরত আছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি কাব্যচর্চায় মনােনিবেশ করেন। প্রায় চারশতাধিক কবিতা এবং বেশ কিছু গল্প লিখেন। তার রচিত গল্প ফেসবুকে ‘গল্প। কবিতা ও সাহিত্য আসর এবং সাহিত্য দর্পন ও জাগরণ সাহিত্য একাডেমী কতৃক সেরা বিবেচিত হয়। যার অনেক কবিতা প্রবাসী সাহিত্য সভা, ভালােবাসার। গান গল্প ও কবিতা, অনির্বান সাহিত্য সংসদ, সৃজনী, জাগরণ সাহিত্য একাডেমী, সাহিত্যের উন্মুক্ত অঙ্গন, সাহিত্য কথা পরিষদ, আধুনিক বাংলা কবিতার আসর। কতক সেরা কবিতার কবি মনােনীত হয়। সাহিত্যে। অসামান্য অবদানের জন্য তিনি আগষ্ট ২০১৭ তে ফেসবুক কবিমন পাঠশালা কতৃক সম্মাননা সনদ লাভ করেন।
Read More