হালদা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্নব্যাংক ও সাজেশন (এ ইউনিট) (ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, জীববিজ্ঞান, ফরেস্ট্রি, মেরিন সায়েন্স অনুষদ)" বইয়ের লেখকের কথাঃ
ভর্তি পরীক্ষার বই লিখার কোন ইচ্ছা আমার ছিল না। ফেইসবুকে কিছু গ্রুপ ও পেইজ চালাতাম আর ইউটিউবে ভিডিও দিতাম আমি। এ কাজগুলাে করতে গিয়ে অনলাইনে অনেক ছাত্র-ছাত্রীদের সাথে আমার পরিচয় হয়। তারা যখন জিজ্ঞেস করতাে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্যে কোন কোন বই পড়লে ভাল প্রস্তুতি নেওয়া যাবে, তখন আমাকে নিরব থাকতে হতাে। কারণ আমি দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য তেমন ভাল কোন বই নেই বাজারে। যা আছে সব প্রশ্নব্যাংক তাও মানসম্মত নয়। তখন আমিই বই লিখার সিদ্ধান্ত নেই যেখানে সাজেশন ও প্রশ্নব্যাংক দুটিই থাকবে। সেখান থেকে শুরু।
অনেক কষ্ট হয়েছে এই বইয়ের পেছনে। যতটুকু পেরেছি বইটি ভাল করতে চেষ্টা করেছি। বইটি রচনার আগে আমার পরিচিত যত মেধাবী মুখ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, জীববিজ্ঞানসহ বিভিন্ন অনুষদে সবার মতামত নিয়েছি যাতে বইয়ের গুণগতমান ভালাে হয়। বইটিতে দেওয়া প্রশ্নের ব্যাখ্যাগুলাে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ব্যাখ্যা থেকে অনেক প্রশ্ন এসেছে। আর প্রশ্ন অনেক রিপিট হয়। যার কারণে সবাইকে বলবাে পুরাে বইটি ভালাে ভাবে শেষ করতে। প্রতিটি প্রশ্ন যা বিগত বছরে এসেছে তা ব্যাখ্যাসহ যারা মনে রাখতে পারবে, মনে রেখাে তারা পরীক্ষায় অন্য সবার থেকে ৭০ ভাগ এগিয়ে থাকবে। যা তােমাকে চান্স পেতে ব্যাপক সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
- বইটি ছাত্র - ছাত্রীদের উপকারে আসলে আমার কষ্ট সার্থক হবে। বানান কিংবা ছােট-খাটো কোন ভুল থাকলে আমি ক্ষমাপ্রার্থী। কোন ভুল পাওয়া গেলে তা আমাদের ফেইসবুক গ্রুপে(নিচে নাম দেওয়া আছে) জানানাের জন্যে অনুরােধ করা হলাে। পরের সংস্করণে প্রাপ্ত ভুলগুলাে সংশােধন করে বইটি প্রকাশ করা হবে।
- মােঃ বাহার উল্যাহ
এই গ্রুপে শুধু হালদা সিরিজের বইয়ের পাঠকেরা জয়েন দিবেঃ গ্রুপের নামঃ হালদা সিরিজের বই এর পাঠক ও লেখকবৃন্দ
Read More