"হাউ টু রিড ইংলিশ নিউজপেপারস" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের মধ্যে প্রবল দাপট ও প্রভাব-প্রতিপত্তি নিয়ে বিশ্ব ভাষাজগতে ইংরেজি আজ একক অপ্রতিদ্বন্দ্বী ভাষা। দ্রুত প্রাগ্রসর এ বিশ্বে তথ্যপ্রযুক্তির নির্মোহ স্পর্শ ও ছোঁয়ায় নেটিজেন হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রথম শর্ত হয়ে দাঁড়িয়েছে ইংরেজি ভাষা। আর এ ভাষাতেই বিশ্বের সামগ্রিক ও বৈচিত্র্যপূর্ণ ঘটনাবলী নিরন্তর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে English Newspaper বা - ইংরেজি সংবাদপত্রসহ বিভিন্ন মিডিয়ায়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলাে সংবাদপত্র। এ মাধ্যমটি পারে আমাদেরকে সব দিক থেকে চক্ষুম্মান করতে ও সমৃদ্ধ মানুষ। হিসেবে পূর্ণতা দিতে। এই পূর্ণতার প্রয়াসেই আমাদের এই ক্ষুদ্র উপস্থাপনা 'How to Read English Newspapers' বইটি। ভাষার রসদও রাজনীতি এবং অর্থনীতি থেকে আসে। ইংরেজি আজ নব্য ঔপনিবেশিকদের স্নেহস্পর্শে সর্বাধিক পুষ্ট ভাষা। বিশ্ব রাজনীতি এখন আর ইংরেজিভাষী ব্রিটিশদের হাতে নেই। ইংরেজিভাষী মার্কিনীদের করতলগত আজকের বিশ্ব রাজনীতি ও অর্থনীতি। সেই দোর্দণ্ড প্রতাপশালী রাজনীতি ও অর্থনীতির বাঁধভাঙা জোয়ারের মুখপাত্র ইংরেজি, যা প্রতিপত্তির শিকড় বিস্তৃত করছে দিগদিগন্তে। দিগ্বিদিক বলগাহীন ঘােড়া হয়ে ছুটে চলছে নিরন্তর। এই অতলস্পর্শী শিকড়ের অক্টোপাসে বন্দি আমরাও। বিশ্ব মানচিত্রে পরিচয় ফুটিয়ে তুলতে, মাথা উঁচু করে প্রতিযােগিতায় টিকে থাকতে হলে ইংরেজি আমাদের জন্য শুধু প্রয়ােজনীয়ই নয়, বরং অত্যাবশ্যক। এই অত্যাবশ্যকীয় অলঙ্কার অর্জনের পথ প্রশস্ত করতে আমাদের এই অভিনব আয়ােজন 'How to Read English Newspapers.'
Read More