বর্তমান সুযোগ সুবিধার জন্য বিসিএস ক্যাডার হওয়া সোনার হরিণ। এই সোনার হরিণ কিভাবে পাওয়া যায় অনেকের মনেই এই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় বিসিএস সিলেবাস দেখলে। সেখানে দেখা যায় বাংলা এবং ইংরেজিতে ৩৫ করে মার্কস যা সর্বোচ্চ। তাই বিসিএস পরীক্ষায় ভালো করতে গেলে অবশ্যই বাংলায় ভালো করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে বাংলায় ভালো করা যাবে। তাহলে আসুন জেনে নেই সেই জাদুর কাঠির রহস্য যা দিয়ে বাংলায় ভালো করা যাবে। বাংলায় দুইটা ভাগে প্রশ্ন আসে। ১) বাংলা ব্যাকরণ ২) এবং বাংলা ভাষার ইতিহাস। একটা ভাষা জানতে হলে তার ইতিহাস জানা খুব জরুরী। আমাদের মাতৃভাষা বাংলা হলেও আমরা এই ভাষার ইতিহাস জানি কম। এখানেই আমাদের ব্যার্থতা। একজন বিসিএস ক্যাডার এর সব বিষয়ে জানতে হয়। বিসিএস ক্যাডার হওয়া যতটা না পড়ার তারচেয়ে বেশি অভ্যাসের। তাই আমাদের জানার জন্য পড়তে হবে। এবার থাকলো ব্যাকরণের অংশ। ব্যাকরণ মুখস্থ করার বিষয় না। বোঝার বিষয়। তাই আমাদের ব্যাকরণ পড়তে হবে বুঝে বুঝে। যখন আপনি বুঝতে শুরু করবেন তখন আপনার কাছে সব কিছু ম্যাজিকের মত মনে হবে। দেখবে আপনি একে একে সকল বন্ধ তালা খুলে ফেলতে পারছেন। আপনার এই শেখার জন্য কিছু বইয়ের প্রয়োজন হবে, যে বই আপনাকে বুঝে পড়তে এবং কি পড়তে হবে তা শেখাতে পারবে এবং জানাতে পারবে। এই শেখার ভ্রমণে আপনি নির্ভর করতে পারেন প্রফেসরস প্রকাশনের বিসিএস প্রিলিমিনারি-বাংলা বইটির উপর। এই বইয়ে প্রতিটা অধ্যায় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করা হয়েছে। বিগত সালের সকল প্রশ্ন গুলো তুলে ধরা হয়েছে যাতে খুব সহজেই কোনটি গুরুত্বপূর্ন বোঝা যায়। তাই বাংলা শেখার এবং বিসিএস জয় করার এই জার্নিতে অবশ্যই এই বইটি সাথে রাখার যোগ্য।