যেকোনো সৃষ্টির একমাত্র লক্ষ্যই থাকে ধ্বংস হওয়া। মানুষও আজন্ম পথ চলে একটা সফল, সুন্দর আর অর্থবহ মৃত্যুর উদ্দেশ্যে। একটা জীবনের আর সবকিছু মিথ্যা হতে পারে, সব ধরনের স্বপ্ন অবাস্তব হতে পারে, যে কোনো সম্ভাবনা অলীক হতে পারে। কিন্তু প্রতিটি জন্মের সাথে জুড়ে দেওয়া একমাত্র সত্য মৃত্যুর হিমশীতলতা কেউ অস্বীকার করতে পারেনা। একজন মানুষের জীবনযাপনের উদ্দেশ্যই থাকে যে, এই মৃত্যুমুখে শেষযাত্রাটা কতটা সফল হবে।
কোনো মৃত্যু একজন মানুষকে মহিমান্বিত করে, কোনো মৃত্যু করে ঘুণিত, কোনো মৃত্যু বাকী মানব জাতিকে করে দেয় বাকরূদ্ধ, কোনও মৃত্যুতে মানুষ স্বস্তির নিঃশ্বাসও ফেলে। আবার সহজ স্বাভাবিক মৃত্যুও কখনো কখনো মানুষকে ভাবায়।
এধরণেরই পাঁচটি মৃত্যুর অভিমুখে জীবন নিয়ে যাত্রার বর্ণনা দিয়েছেন মিম্ মি রহমান তার শেষ যাত্রা গল্প সংকলনটিতে। এটি মিম্ মি’র পঞ্চম একক গল্পসংকলন, যেখানে ছয়টি গল্পের ভিন্ন ভিন্ন আঙ্গিকের বর্ণনা পাঠককে ভাবনার খোরাক জোগাবে। মিম্ মি ইতোমধ্যে সাইকোলজিক্যাল গল্প লিখে ব্যাপক পাঠকনন্দিত। ব্যক্তিজীবনে কঠিন আর অসহনীয় অভিজ্ঞতার পথ পাড়ি দিয়ে সফলতায় দাঁড়ানো একজন নারী বুদ্ধিমত্তা, চিন্তাশীলতা ও বাস্তবজ্ঞানে সম্মৃদ্ধ হবে, এটাই পরম স্বাভাবিক। আর মিম্ মি’র লেখায় সবসময় এই পরিমিতিবোধ আর পরিনতবোদ্ধার পরিচয় পাওয়া যায়।
ফ্ল্যাপ লিখতে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েও আমার পাঠক মন একটু অন্যরকম ভাবনায় আক্রান্ত হয়েছে, তৃপ্ত হয়েছে। আমার ঐকান্তিক শুভকামনা, বইটি প্রকৃত পাঠকদের সমাদর অবশ্যই পাবে।
ফৌজিয়া খান তামান্না
লেখক
Read More