"গল্পে গল্পে গবেষণা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলাদেশে হাজার হাজার ছেলে-মেয়ে গবেষক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়। প্রতি বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমায়, তাদের বেশির ভাগেরই উদ্দেশ্য থাকে পিএইচডি ডিগ্রি অর্জন যা মূলত গবেষণা নির্ভর কাজ। কিন্তু সত্যি বলতে গবেষক হওয়ার জন্য যে বিস্তর মানসিক ও একাডেমিক প্রস্তুতির প্রয়ােজন হয়, সে সম্পর্কে আমাদের বেশির ভাগেরই কোনাে ধারণা থাকে না। বরং এ বিষয়ে প্রায়ই শিক্ষার্থীদের মনে একটা ভয় কাজ করে। একজন অভিজ্ঞ মেন্টরের অভাবে তারা বুঝতে পারে না ঠিক কোন পথে এগােবে। ইনফরমেশনের ভীড়ে হারিয়ে যাওয়াটাও খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এর ফলে ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে অথৈ সাগরে পড়তে হয় গবেষক হতে ইচ্ছুক শিক্ষার্থীদের। তাই আন্ডারগ্রাজুয়েট পর্যায়েই রিসার্চ পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। প্রফেসর আলী সবসময় চেষ্টা করেন তাঁর শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে। দেবাশীষ, মিতু, সাকিব, অনুরাধা এবং রাহাত তারই ছাত্র। গবেষণা করা আর উচ্চশিক্ষা নিয়ে ওদের সবারই চোখ ভরা স্বপ্ন। প্রফেসর আলীর সাথে তাদের কথােপকথনের মাধ্যমে। একজন সাধারণ আন্ডারগ্রাজুয়েট থেকে রিসার্চার হয়ে উঠার ধাপগুলাে তুলে ধরা হয়েছে এই বইতে। আর সহজ ভাবে উদাহরণসহ উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিয়েছেন প্রফেসর আলী। যেমন - গবেষণার গুরুত্ব কতটুকু, গবেষণা করে কী লাভ, কোথা থেকে গবেষণা শুরু করতে হয়, স্কলারলি রিসাের্স কোনগুলাে, কীভাবে সুপারভাইজার সিলেক্ট করতে হয়, রিসার্চ পেপারের ধরন, জার্নাল কোয়ালিটি বােঝার উপায়, গবেষণায় নৈতিকতার গুরুত্ব, কীভাবে প্লেজিয়ারিজম এড়ানাে যায় ইত্যাদি। লেখকের প্রত্যাশা, গবেষণায় আগ্রহী পাঠকগণ গবেষণার জটিল ব্যাপারগুলাে গল্প পড়ার সাথে সাথে সহজেই বুঝতে পারবেন।