দেশের সেরা ICT বই বললে ভুল হবেনা। প্রতিটি টপিক সহজে উপস্থাপন, প্রচুর পরিমাণে ছবির ব্যাবহার পাবেন এই বইটিতে। বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষার সকল প্রশ্নের শতভাগ সঠিক উত্তর পাবেন ব্যাখ্যা সহকারে। এমনকি ২০২০ সালের রাবি, গুচ্ছ, ৪৩তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ উত্তর পাবেন ICT Magic বইটিতে। ব্যাসিক আলোচনা কিংবা বিগত বছরের প্রশ্ন সমাধান সব দিক থেকেই বইটি এক কথায় অসাধারণ। সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করছি পরম করুণাময় মহান আল্লাহ্ তাআলার নিকট। বর্তমান এই প্রতিযোগিতার যুগে নিজেকে এগিয়ে রাখতে হলে HSC তে ভালো GPA এর বিকল্প নেই। কিন্তু এইচ এস সি তে ICT বিষয়টি একটি নতুন বিষয় হওয়ার কারণে শিক্ষার্থীরা এই বিষয়টি ভয় পায় এবং তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার মত আশেপাশে মানসম্পন্ন শিক্ষক না থাকায় তারা এই বিষয়টিতে খুব একটা ভালো করতে পারে না। সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে ICT MAGIC বইটি। একজন শিক্ষার্থী ICT MAGIC বইটির মাধ্যমে ICT বিষয়ে অল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষা, সাধারণ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সহায়ক হবে এ বইটি। এজন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিজেকে আরো এক ধাপ এগিয়ে রাখতে ICT MAGIC বইয়ের বিকল্প নেই। এ বইটি অনান্য বইয়ের থেকে সম্পূর্ণরূপে আলাদা। বইটিতে কম গুরুত্বপূর্ণ কোন বিষয় তুলে ধরা হয়নি, তাই কোন কিছু বাদ দিয়ে পড়া উচিত হবে না। প্রতিটি অধ্যায়ের বেসিক আলোচনা ভালোভাবে শেষ করার পর বিগত বছরের সকল প্রশ্নাবলী এবং অনুশীলনমূলক প্রশ্নত্তোর কয়েকবার পড়তে হবে। ICT বইয়ের জন্য একাধিক বই অনুসরণ না করে, একজন শিক্ষার্থী যদি শুধুমাত্র আইসিটি ম্যাজিক বইটি ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে সে HSC এবং ভর্তি পরীক্ষায় সফল হবে ইনশাহআল্লাহ্। এ বইটি পড়ে শিক্ষার্থীরা উপকৃত হলে তবেই আমার পরিশ্রম ও প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। যেহেতু একমাত্র আল-কুরআন ছাড়া কোন গ্রন্থই নির্ভুল নয় ,আর মানুষ ও ভুলের ঊর্ধ্বে নয় তাই অনিচ্ছা সত্ব্ওে বইটিতে কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বর্তমান লেখক সমাজে জনপ্রিয় এক নাম নাহিদ হাসান মুন্না। একাডেমিক ও ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে তাঁর পরিচিতি এখন গৎবাঁধা লেখার বাইরে নতুনত্বের আমেজ এনে দেওয়া তরুণ লেখক হিসেবে। ২০০০ সালের ১৮ অক্টোবর নীলফামারী জেলার কিশোরিগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মোঃ মনোয়ারুল ইসলাম এবং মা বিলকিছ বেগম। নীলফামরাী জেলার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক এবং রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন্স সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করতে প্রচন্ড ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই তিনি ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম 'Nahid24'. এই প্লাটফর্মের সাহায্যে বিভিন্ন একাডেমিক ও অন্যান্য বিষয়ের উপর তথ্য ও লেকচার সমৃদ্ধ ভিডিও তৈরি করে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হয় এবং এভাবে শিক্ষাকে সহজলভ্য করে তুলতে বিশাল অবদান রেখেছেন নাহিদ হাসান মুন্না। এছাড়া তিনি প্রতিনিয়ত শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং ও মনন বিকাশে সহায়ক অসংখ্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন সোশ্যাল মিডিয়াগুলোতে। তাঁর নিজের হাতে গড়া Nahid24 Publications এখন শীর্ষদের কাতারে। বাংলাদেশের একাডেমিক ও ভর্তি সংক্রান্ত বইয়ের মধ্য থেকে Nahid24 Publications বই আলাদা করা যায় খুব সহজেই। নাহিদ হাসান মুন্না এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'বাংলা ম্যাজিক, English Magic, GK Magic, ICT Magic, Written Magic, Model Test Magic, বাংলা এ+, English A+ ইত্যাদি।