ইংরেজী বিষয়ে কাদের প্রস্তুতি? o স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীগণের পাঠ উপকরণ সম্পর্কে
1. “The English Channel” series i. The English Channel, Workbook-1, Verbs and Tenses, (for class VI to X) ii. The English Channel, Workbooks: B-1 for class VI, B-2 for class VII, B-3 for class VIII ও B-4 for class IX-X; শ্রেণী ভিত্তিক এই Workbook গুলোতে রয়েছে- Syllabus অনুযায়ী Composition, Model Questions এবং Grammar- এর অন্যান্য বিষয়।
2. Online Class Videos i. বইয়ের প্রতিটি পৃষ্ঠার জন্য 10 মিনিটের একটি করে অনলাইন ক্লাস ভিডিও রয়েছে। ইংরেজী বিষয়ের Syllabus একটি Communicative বা Skill Based Syllabus । তাই, 4 (চারটি) Language Skill যে Approach- এ পাঠ দান করলে সবচেয়ে বেশী Improve হয়, সেই Approach- এ "The English Channel" series রচিত এবং ক্লাস ভিডিও গুলোও সেই Strategy-তে তৈরী করা হয়েছে।
পাঠ উপকরণের ব্যবহার কৌশল i. Oral Drilling এর সময়, পঠিত শব্দ বা বাক্য সমূহ শিক্ষার্থীগণ প্রথম মনোযোগ সহকারে শোনবেন। (এতে Listening Skill improve হবে)। ii. অতঃপর, ঐ বাক্যগুলো জোরে জোরে পুনরায় বলবেন। (এতে Speaking Skill improve হবে)। iii. এরপর, মানে বুঝার জন্য অনুশীলন খাতা বা Workbook-এ, ঐ বাক্যগুলো মনে মনে পড়বেন। (এতে Reading Skill improve হবে)। iv. সবশেষে, অনুশীলন বইয়ের খালি জায়গায় বাক্যগুলো লিখবেন। (এতে Writing Skill improve হবে)।
English Curriculum-এ Integrated Skill Development- এর কথা বলা হয়েছে। সে কারণে, শিক্ষার্থীদের 4 Language Skills improve করার জন্য Curruculum-এর Suggestion অনুযায়ী উপর্যুক্ত পাঠউপকরণ- Supplementary Workbook produce করা হয়েছে। Curriculum-এ উল্লেখ ছিলঃ “Supplementary workbooks with appropriate exercises may be produced to accompany the textbooks in order to give students further opportunities for language practice.” (Page 152, Clause 7.3)
করোনা মহামারীর দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীগণ "The English Channel" এর Workbook সংগ্রহ করে ঘরে বসে নিয়মিত অনুশীলন করতে পারেন।
Title
The English Channel, Workbook-1, Correlated to 'English for Today'