অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি:
সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এনসিটিবি প্রণীত অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে প্রতিটি অধ্যায়ের পরীক্ষা প্রস্তুতি অংশ তৈরি করা হয়েছে। এখান থেকে তোমরা সহজেই পদ্ধতিগতভাবে সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নের যথাযথ প্রস্তুতি নিতে পারবে। সেইসঙ্গে মডেল টেস্ট দিয়ে যাচাই করতে পারবে নিজের প্রস্তুতি।
গুরুত্বপূর্ণ তথ্যকণিকা:
প্রতিটি টপিকের শুরুতেই টপ টিপ্স শিরোনামে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতকৃত এ তথ্যগুলো আয়ত্ত করলে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের ওপর তোমার প্রস্তুতি সম্পন্ন হবে।
সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:
অ্যাসাইনমেন্টের শিখনফল ও টপিকের ওপর অধিক গুরুত্ব দিয়ে বহুনির্বাচনি প্রশ্নগুলো পাঠ্যবইয়ের বিষয়বস্তুর ধারাক্রমে সাজানো হয়েছে। প্রশ্নোত্তরের সঠিকতা যাচাই এবং প্রয়োজনীয় আরও তথ্যের জন্য প্রাসঙ্গিক ব্যাখ্যা সংযোজন করা হয়েছে।
শিখনফলকেন্দ্রিক বিষয়বস্তুর উত্তরসূত্র:
সৃজনশীল প্রশ্নগুলো শিখনফলকেন্দ্রিক হয়ে থাকে। তাই শিখনফলগুলো সহজে আয়ত্ত করতে অ্যাসাইনমেন্টের পরিধিভুক্ত বিষয়বস্তুর ওপরে গতানুগতিক ধারার প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এগুলো অনুশীলন করলে তুমি যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে।
সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও উত্তর:
এখানে অ্যাসাইনমেন্টের উদ্দীপক ও বিষয়বস্তুর ওপরে সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ শিখনফলের ওপরেও রয়েছে প্রশ্ন ও উত্তর। এসব প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্নগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাজেশন হিসেবে প্রদত্ত এ প্রশ্নগুলো অনুশীলন করলে পরীক্ষায় যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে তুমি।
সমন্বিত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর:
পরীক্ষায় একাধিক অধ্যায়ের সমন্বয়েও সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। অ্যাসাইনমেন্টেও তার প্রতিফলন রয়েছে। তাই এখানে সমন্বিত অধ্যায়ের অ্যাসাইনমেন্টের ওপরে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। এ ধরনের প্রশ্নোত্তর অনুশীলন তোমাকে অধিকতর অগ্রসর এবং পরীক্ষায় আত্মবিশ্বাসী করে তুলবে।
এক্সক্লুসিভ মডেল টেস্ট:
এখানে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে সর্বশেষ এসএসসি পরীক্ষার প্রশ্নের আদলে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরীক্ষার মানবণ্টন এখনো ঘোষিত না হলেও প্রশ্নকাঠামো সুনির্দিষ্ট। তাই আত্মবিশ্বাসী হওয়ার জন্য এ মডেল প্রশ্নপত্রের ওপর পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে যাচাই করতে পারবে নিজেকে।
🔗 শিক্ষাবোর্ড থেকে মানবণ্টন চূড়ান্ত হওয়ামাত্র এখানে থাকছে ৫ সেট পূর্ণাঙ্গ মডেল প্রশ্নপত্র। তুমি পরীক্ষার আগে এ প্রশ্নপত্র ডাউনলোড করে ঘড়ি ধরে মডেল টেস্ট দিতে পারবে।
বইটিতে আরও রয়েছে:
🔖 সুপার সাজেশন
✍️ নিশ্চিত নম্বরের প্রশ্নোত্তর
📗অধ্যায়ভিত্তিক নমুনা মডেল টেস্ট
Read More