ফ্ল্যাপ
১৫ই আগস্ট ১৯৭৫-এর সামরিক অভ্যুত্থান, শেখ মুজিব হত্যাকাণ্ড ও তৎকালীন বেসামরিক সরকার উৎখাত থেকে শুরু করে পরবর্তী দীর্ঘ বছরগুলোতে এবং করে পরবর্তী দীর্ঘ বছর গুলোতে এবং আজও বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে অনিশ্চিত যাত্রার প্রক্রিয়ায় রয়েছে, সেটারই সম্পূর্ণ ভিন্নধর্মী অন্তগূঢ় বিশ্লেষণ ড. হাসান উজ্জামানের বর্তমান গ্রন্থটি। প্রচলিত ও গতানুগতিক বিভিন্ন ব্যাখার অন্তঃসারশূন্যথা স্পষ্ট করে অপ্রিয় সত্যগুলোকে এবং বস্তুনিষ্ঠ ইতিহাসকে বিবেকী দায় ও সামাজিক অঙ্গীকারের তাগিদে গভীর অনুসন্ধিৎসায় ও কঠোর শ্রমে সর্বাধুনিক তত্ত্বে ও এ যাবৎ অজানা তথ্যে সমৃদ্ধ করে সূতীক্ষ্ণ সমালোচনা ও নির্মোহ দৃষ্টি থেকে, অংশ ও সমগ্রের দ্বিমুখী ব্যাখ্যা-বিশ্লেষণ সহযোগে তুলে ধরেছেন লেখক। ১৫ই আগস্টের ঘটনাবলী ও পরবর্তী দেড় দশকেরও অধিককালের দৈশিক জীবন প্রবাহ ও ইতিহাসের প্রক্রিয়া অর্থে ও তাৎপর্যে পুরোপুরি নতুন এক মাত্রা পেয়েছে এভাবে। সামরিক অভ্যুত্থান, মজিব হত্যা, বেসামরিক সরকার উৎখাত, সমরাস্ত্র ও সামরিক কর্তাদের দায়-দায়িত্ব, সামরিক শাসন, জিয়া ও এরশাদ শাসনের স্বেচ্ছাচার এবং নজিরবিহীন সামরিকীকরণ ইত্যাদি প্রপঞ্চের সমন্বয়ে গড়ে উঠেছে বর্তমান গবেষণা গ্রন্থের সামগ্রিক ক্যানভাস। এই ব্যাক্তিক্রমধর্শী গবেষাণা গ্রন্থের মাধ্যমেই পাঠক সমাজ কুশ্রী স্বার্থ, মেরুদণ্ডহীনতা, মিথ্যাচার ও বিকৃতিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে প্রকৃত ইতিহাসের সন্ধান পাবেন, পরিবেশ-পরিস্থিতি, সংঘটিত ঘটনাবলী ও পরবর্তী প্রক্রিয়ার অর্থ ও তাৎপর্য অনুভব করবেন।
সূচিপত্র
উপক্রমণিকা : লেখকের কথা
১৫ আগস্ট : সামরিক অভ্যুত্থান ও সামরিক আইনের স্মারক
১৫ আগস্ট ও গণতন্ত্র প্রসঙ্গ
১৫ আগস্টের সামরিক অভ্যুত্থান : সমরযন্ত্র এবং তৎকালীন সমর কর্তাদের দায়-দায়িত্ব
১৫ আগস্টের সামরিক আইনের ধারাবাহিকতা
১৫ আগস্ট ও জেনারেল শফিউল্লাহর বক্তব্য : নিরপেক্ষতা ও সঠিক বিশ্লষণ - এর স্বরূপ
জেনারেল জিয়ার জানা না-জানা এবং জেনারেল শফিউল্লাহর ছলাকলা
জেনারেল শফিউল্লাহর ‘সময়’ - এর মার প্যাচ কালক্ষেপণ এবং নিজ সৃষ্ট ফাঁস
জেনারেল শফিউল্লাহর প্রতিরোধের ফানুস এবং দায়-দায়িত্ব স্বীকার-অস্বীকারের ডিগবাজি
অভ্যুত্থান পরবর্তীকালে জেনারেল সফিউল্লাহর গৃহীত অবস্থান ও ভূমিকা
জেনারেল শফিউল্লাহ যেসব বিষয় চেপে গেছেন
মেজর রফিক পিএসসি’র বক্তব্য ও উপদেশ প্রসঙ্গে
Read More