"উপন্যাস সমগ্র (১ম ও ২য় খণ্ড একত্রে)" বইয়ের ফ্ল্যাপের লেখা:
সন্তোষকুমার ঘােষ, হয়তােবা নিজেই আড়াল করে ফেলেছেন তার সাহিত্যিক-পরিচিতি। অথচ সাহিত্যে আবির্ভাবলগ্ন থেকেই তার লেখনী স্বাতন্ত্রচিহ্নিত। কালের কুটিল রেখাগুলি তিনি চেনাতে তৎপর, তবে তাঁর ভঙ্গি বঙ্কিম নয়। বরং শিল্পীর দরদে আর্দ্র তার কলম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকাল ও তার পরবর্তী সময়পর্বের কলকাতা-কেন্দ্রিক মধ্যবিত্তের। জীবন-দলিল কিনু গােয়ালার গলি’ ও “সুধার শহর’- এই উপন্যাস দুটি। নানারঙের দিন’-এ আত্মজীবন অবলম্বন হলেও বৃহত্তর ক্যানভাসে ধরা পড়ল পরাধীন দেশের জাতীয় আন্দোলন। ‘মুখের রেখা’ থেকে আত্মজৈবনিক উন্মােচন এল অন্যভাবে; তারপর ‘জল দাও’, ‘স্বয়ং নায়ক’, ‘শেষ নমস্কার শ্রীচরণেষু মাকে’ – একের পর এক উপন্যাসে নানাখানা করে নিজেকে উপস্থাপিত করে, সমাজ সংকটের ঝুটি ধরে নাড়া দিয়েছেন তিনি। নিয়ত নতুন রীতির অক্লান্ত সন্ধানী সন্তোষকুমার মধ্যম পুরুষের জবানিতে লিখেছেন ‘রেণু, তােমার মন’, আবার উত্তাল সত্তরের। উত্তাপ ধরা পড়েছে ‘সময়, আমার সময় উপন্যাসে। গণনায় তার উপন্যাস-সংখ্যা কম। কিন্তু শিল্প-বিচারে সেগুলি যে এক অননুকরণীয় শৈলী ও আশ্চর্য প্রাণাবেগকে ধারণ করে আছে—রসিক পাঠকমাত্রেই তা উপলব্ধি করবেন। দু’খণ্ডে প্রকাশিত হল এই লেখকের উপন্যাস সমগ্র। এই দ্বিতীয় খণ্ডে থাকছে ‘ফুলের নামে নাম’, ‘শেষ নমস্কার শ্রীচরণেষু মাকে’, ‘সময়, আমার সময়’, ‘ফুল নদী পাখি’, ‘মানুষ কিন্তু জন্তু, “নিশীথ রাতে’, ‘আমরা যাই না’, ‘এই রাত্রি আমার’, ‘একটি উপন্যাসের উপক্রম। কয়েকটি খসড়া’, ‘সেই পাখি।
Read More