shaista kha offer

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

bornomala bike

Ends in

00 : Day
00 : Hrs
00 : Min
00 Sec
Sheikh Muhammad Ala-Ud-Din books

follower

শেখ মুহম্মদ আলা-উদ-দীন

শেখ আলা-উদ-দীন-এর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ ০৬/০১/১৯৩৮ খ্রিঃ। জন্মস্থান ও স্থায়ী টিকানা : কাকরবাড়ি, গ্রামচকসিংগা শরীফ, ডাকঘর ও ইউনিয়ন-আলআড়ানী, থানা-বাঘা শরীফ, জেলা-রাজশাহী। মাতা-মরহুমা রহিমা খাতুন (রৈছন), পিতা-মরহুম আমির আলী শেখ (পীর সাহেব), স্ত্রী-মােসাঃ জোহরা বেগম একজন লেখিকা। শিক্ষা-বিএসসি, কৃষি শিক্ষা প্রশিক্ষণ, প্রথম শ্রেণী, বি-এড প্রথম শ্রেণী, এমএ (সমাজতত্ত্ব), বি.সি.এস (প্রশাসন) ১৯৮৩। হাইস্কুল ও কলেজে শিক্ষকতা (শিক্ষক ও প্রধান শিক্ষক, ভাইস প্রিন্সিপাল, অ্যাকটিং প্রিন্সিপাল হিসেবে), ফিল্ড অফিসার, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকাশ। সরকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, টি.এন.ও এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে ১৯৯৬ সনে অবসর গ্রহণ। লেখালেখি : কল্লোল, মাসিক বড়াল, প্রতিচ্ছবি, লাঙল প্রভৃতি ম্যাগাজিন সম্পাদনা, নবম ও দশম শ্রেণীর পাঠ্য এবং টেক্সট বুক বাের্ড কর্তৃক প্রকাশিত স্ত্রীর সাথে মিলিতভাবে লেখা সরল কৃষি বিজ্ঞান ১৯৬৬। দম্পতি হিসেবেই লেখেন জনগণতন্ত্র দ্বিতীয় সংস্করণ-অপরাদর্শন' এবং পরাদর্শন (অপ্রকাশিত)। বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত ‘ঘুড়ি', ১৯৮৯। ধর্মনিন্দা, আকিমুস সালাত, ওয়া আতুয যাকাত (প্রকাশিত), মৌলবাদ, আমার ধর্ম, আত্মানং বিদ্ধি, অহিংসা ও কুরবানী, সবার জন্যে হজ্জ্ব, স্বাধীনতার ঘােষণা, আশূরা, জনগণতান্ত্রিক বিশ্ব রাষ্ট্র ও বিশ্ব সরকার, Peopleocracy, The world state and the world Government. সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা : জীবন সদস্য নম্বর ৩৪৫, বাংলা একাডেমী, ঢাকা-১৯৭৭ খ্রি. হতে। জীবন সদস্য, রাজশাহী-খুলনা বিভাগ উন্নয়ন সমিতি। জীবন সদস্য, বৃহত্তর রাজশাহী সমিতি এবং রাজশাহী জেলা সমিতি। বাংলাদেশ তাত্ত্বিক সংসদ (বাতাস) এর সভানেতৃ-দম্পতিতে ১৯৭৯ খ্রি. হতে। মুক্তিযােদ্ধা সংগঠক : ১৯৪৮ সনে কায়েদে আযম ঢাকায় এসে, 'Urdu and Urdu alone shall be the State Language of Pakistan' can face boot শ্রেণীতে আরবী নিয়ে অধ্যায়ন শুরু করেন এবং পূর্ব পাকিস্তানকে পৃথক স্বাধীন রাষ্ট্র করার চেতনা অতি গােপনে ছড়াতে থাকেন, ১৯৬০ সন থেকে বিশ্বস্ত ছাত্র ও পুলিশদের মধ্যেও ছড়াতে থাকেন স্বামী-স্ত্রী উভয়েই। ১৯৬৩ সন থেকে ছাত্রদের বাড়ি বাড়ি প্রচার করেন এবং ১৯৭১ সনে এপারে এবং ওপারেও মুক্তিযােদ্ধা সংগঠিত করেন।

শেখ মুহম্মদ আলা-উদ-দীন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed